Mrunal Thakur: নয়া ফোটোশ্যুটে নজরকাড়া লুকে 'জার্সি' নায়িকা ম্রুণাল
ম্রুণাল ঠাকুর
1/10
বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তাঁকে শীঘ্রই দেখা যেতে চলেছে 'জার্সি' ছবিতে।
2/10
গত বছর থেকে একের পর এক হিট নায়কের বিপরীতে অভিনয় করছেন ম্রুণাল ঠাকুর। কখনও 'ধামাকা' ছবিতে কার্তিক আরিয়ানের বিপরীতে। কখনও আবার শাহিদ কপূরের বিপরীতে 'জার্সি' ছবিতে।
3/10
ছোট পর্দা দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ হয় ম্রুণাল ঠাকুরের। কলেজে পড়াকালীন তিনি অভিনয় করেন 'মুঝসে কুছ কহেতি হ্যায় ইয়ে খামোশিয়া' ধারাবাহিকে। বিপরীতে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মোহিত সেহগল।
4/10
একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন ম্রুণাল। কখনও মুখ্য চরিত্রে। কখনও আবার বিশেষ অতিথি হিসেবে দেখা গিয়েছে তাঁকে।
5/10
'লভ সোনিয়া' ছবি দিয়ে বড় পর্দায় জার্নি শুরু হয় ম্রুণাল ঠাকুরের। জানা যায়, এই ছবির প্রয়োজনে বেশ কিছুদিন কলকাতায় কাটান তিনি। বক্স অফিসে সাফল্য না পেলেও এই ছবিতে অভিনয়ের জন্য প্রশংসিত হন ম্রুণাল।
6/10
ম্রুণাল ঠাকুরকে বড় পর্দার দর্শক চিনেছে মূলত 'সুপার থার্টি' ছবি দিয়ে। এই ছবিতে বলিউড সুপারস্টার হৃত্বিক রোশনের বিপরীতে দেখা যায় তাঁকে।
7/10
'সুপার থার্টি' ছবিতে হৃত্বিক রোশনের বিপরীতে অভিনয় করার পরই ম্রুণালকে দেখা যায় জন আব্রাহামের বিপরীতে 'বাটলা হাউজ' ছবিতে। বক্স অফিসে ভালো ব্যবসা করে এই ছবি।
8/10
ফারহান আখতারের ছবি 'তুফান'-এ দেখা যায় তাঁকে। সামনেই মুক্তি পাবে তাঁর ছবি 'জার্সি'।
9/10
হাতে বেশ কয়েকটি ছবির কাজ রয়েছে ম্রুণাল ঠাকুরের। শোনা যাচ্ছে, অভিমন্যু দাসানি, ঈশান খট্টর এবং আদিত্য রয় কপূরের বিপরীতে বেশ কিছু ছবিতে দেখা যেতে চলেছে তাঁকে।
10/10
সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় থাকেন ম্রুণাল। কোনও বিষয়ে মতামত দেওয়া থেকে ছবি ভিডিও শেয়ার করে নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াকেই ব্যবহার করেন তিনি। সম্প্রতি ফোটোশ্যুটের ছবি শেয়ার করে নেন।
Published at : 06 Apr 2022 08:11 AM (IST)