Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Jhalagan Palagan: ইস্টবেঙ্গল-মোহনবাগান, নাকি উত্তম-সৌমিত্র, বাঙালির প্রিয় তর্কের বিষয় নিয়ে তৈরি নতুন ওয়েব সিরিজ
সিনেমার পর্দায় কবিগানের লড়াইকে তুলে ধরা নতুন কিছু নয়। সেকালের 'পলাতক' বা একালের 'জাতিস্মর' পর্দায় কবিগানের লড়াই দেখে একাধিকবার মজেছেন, ভেসেছেন দর্শক। তবে এবার ওয়েব সিরিজের পর্দায় বাংলার ঐতিহ্যবাহী ‘কবি লড়াই’-কে এবার ওয়েবসিরিজের পর্দায় তুলে আনছেন প্রদীপ্ত ভট্টাচার্য
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইতিমধ্যেই মুক্তি পেয়েছে নতুন ওয়েব 'ঝালাগান পালাগান' সিরিজের ট্রেলার। নতুন আঙ্গিকে বাঁধা এই গল্পের পরিচালনা করেছেন পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য। এই সিরিজের স্ট্রিমিং হবে 'উরিবাবা' ওয়েব প্ল্যাটফর্মে।
এই সিরিজের বেশিরভাগ অংশই শ্যুট করা তেহট্টের বিভিন্ন অঞ্চলে। সিরিজে পরপর সাজানো রয়েছে ভূমিকা, তরজা, খেউড় এবং সিদ্ধান্ত। তালিকায় থাকছে র্যাপ, হার্ড রক, কীর্তন, বাংলা আধুনিক গান, হিন্দি গান-সহ বিভিন্ন আঙ্গিকের গান।
এই সিরিজে দেখা যাবে ‘টুম্পা সোনা’-খ্যাত সায়ন ভট্টাচার্য। সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন সাত্যকি বন্দ্যোপাধ্যায় (চক্রবর্তী)। গানের কথা লিখেছেন দীপাংশু আচার্য।
পরিচালনায় অনুরাভ মিত্র, নিলয় সমীরণ নন্দী। গত ৯ জানুয়ারি থেকে উরিবাবা ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এই সিরিজটি।
পাঁচটি পর্বে বিভক্ত এই সিরিজ ফিরিয়ে আনছে বাংলার ঐতিহ্যবাহী ‘কবিগানের লড়াই’। বিষয় উত্তম-সৌমিত্র, ইস্টবেঙ্গল-মোহনবাগান, শহর-শহরতলির বিভিন্ন বিষয় থেকে শুরু করে সরকারি-বেসরকারি চাকরি, নারী-পুরুষের কথা।
সিরিজ শুরুই হয়েছে বাঙালির পছন্দসই তর্কের বিষয়, 'উত্তম-সৌমিত্র' দিয়ে। সেখানে বিনোদনের স্বর্ণযুগের দুই তারকার পোশাকে মঞ্চ দাপিয়ে বেরিয়েছেন এক ঝাঁক শিল্পী।
নতুন সিরিজ নিয়ে পরিচালক প্রদীপ্ত বলছেন, 'অনেকদিন আগেই ভেবেছিলাম বাঙালিদের একেবারে ঘরোয়া বিষয় নিয়ে একটা সিরিজ তৈরি করব। বাঙালির চিরন্তন আড্ডা এবং যে বিষয়গুলো নিয়ে বাঙালিরা ঝগড়া করতে ভালোবাসে তার মধ্যে বিভিন্ন জমজমাট বিষয় রয়েছে। যেমন, 'উত্তমকুমার নাকিসৌমিত্র, এ নিয়ে ঝগড়া। অথবা গ্রাম বনাম শহর, বা ইস্টবেঙ্গল - মোহনবাগান' এমনই বিষয় নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। '
পরিচালক আরও বলছেন, 'অভিনেতা ঋত্বিক আর আমি মিলে একটা প্রোডাকশন হাউস খুলেছি, ১৮০ডিগ্রি। একদিন মনে হল, আমরা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া কবিগান ও পালাগানকে পর্দায় তুলে ধরতে পারি তাহলে বিষয়টা মন্দ হবে না। সেই থেকেই জন্ম ঝালাগান পালাগান-এর।'
ইতিমধ্যেই ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে এই সিরিজ। দর্শকেরা মজেছেন একটু অন্য স্বাদের নিখাদ বাঙালিয়ানায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -