Jiit Chakraborty: ছবির প্রচারে গিয়ে প্রথম দেখা, ফেসবুকে প্রেম... জিৎ আর শানুর বিয়ের অজানা গল্প

বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পরিচালক জিৎ। আর গতকালই হয়ে গিয়েছে তাঁর ভাত-কাপড়ের অনুষ্ঠান। সেই এক্সক্লুসিভ ছবি এল এবিপি লাইভের হাতে। কীভাবে আলাপ হয়েছিল জিতের সঙ্গে তাঁর স্ত্রীয়ের?
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
জিৎ-এর স্ত্রী পেশায় একজন বিডিও। তাঁর পোস্টিং ফলতায়। দুই পৃথিবীর এই দুই মানুষের বিয়ে কিন্তু প্রেম করেই।

জিৎ-এর স্ত্রীয়ের নাম শানু বক্সী। তাঁদের প্রথম দেখা একটি শপিং মলে। তবে আলাপ হয়নি তখন।
জিৎ কয়েক বছর আগে একটি ছবি তৈরি করেছিলেন। ছবিটার নাম 'কথামৃত'। সেই ছবির প্রচারের সময়েই শানু প্রথম দেখেন জিৎ-কে।
একটি শপিং মলে ছবির প্রচারের জন্য গিয়েছিলেন জিৎ। সেই সময়ে মলে গিয়েছিলেন শানু-ও। তখনই প্রথম জিৎকে দেখেছিলেন শানু। তবে তখন আলাপ হয়নি।
ফিরে এসে জিৎ-কে ফেসবুকে খুঁজেছিলেন শানু। কিন্তু জিৎ তাঁর নামের বানান লেখেন, Jiit, Jeet নয়। সেই কারণেই শানু খুঁজে পাননি জিৎ-কে।
পরে এই ফেসবুকের হাত ধরেই আলাপ হয় জিৎ আর শানুর। জিৎ-এর ফ্রেন্ড সাজেশনে নাকি এসেছিলেন শানু। সেখান থেকেই শুরু বন্ধুত্বের। তারপরে প্রেম।
কিছুদিন কথা বলার তাঁরা বুঝতে পারেন, একে অপরের প্রেমে পড়েছেন তাঁরা। তখনই কথা শুরু হয় বিয়ের।
এরপরে, সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। ভালবেসে নতুন জীবন শুরু করেছেন তাঁরা। সাড়ম্বরে বিয়েও করেছেন তাঁরা।
ভাত কাপড়ের অনুষ্ঠানে বেগুনি পোশাকে সেজেছিলেন জিৎ। মেরুন শাড়িতে সেজেছিলেন শানু।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -