Jimmy Shergill Birthday: মুখ্য থেকে পার্শ্বচরিত্রে একইরকম সাবলীল, অন্যভাবে চিনে নিন জিমি শেরগিলকে
আজ জন্মদিন বলিউড অভিনেতা জিমি শেরগিলের। জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহিন্দি এবং পঞ্জাবী ছবির জনপ্রিয় মুখ জিমি শেরগিল। মুখ্য চরিত্র থেকে পার্শ্বচরিত্র, সমস্ত কিছুতেই নিজের ছাপ রেখেছেন বরাবর।
১৯৯৬ সালে 'মাচিস' ছবি দিয়ে বলিউডে পা রাখেন জিমি শেরগিল। গুলজারের এই ছবি থেকেই দর্শকেরা এক নতুন অভিনেতাকে পায়।
প্রথম ছবি থেকেই বি টাউনের পরিচালক, প্রযোজকদের নজরে পড়ে যান তিনি। নানা সময়ে নানা তাবড় তারকার পাশে দেখা গিয়েছে জিমি শেরগিলকে।
অত্যন্ত প্রতিভাবান একজন তারকা জিমি শেরগিল। অভিনেতা হিসেবে তাঁকে দেখা গিয়েছে। পাশাপাশি সফল প্রযোজক হিসেবেও কাজ করেছেন।
কাজের ব্যস্ততার ফাঁকেই নিজের সঙ্গে সময় কাটাতে পছন্দ করেন জিমি শেরগিল। একা থাকলেই ক্রিকেট খেলা দেখা, ইন্ডোর কিংবা আউটডোর গেম খেলা, সাঁতার কাটা, বই পড়া তাঁর অত্যন্ত পছন্দের।
আমিষ খাবার খেতে খুবই পছন্দ করেন তিনি। একাধিক সাক্ষাৎকারে জিমি শেরগিল জানিয়েছেন যে, তিনি সি ফুড খেতে খুব ভালোবাসেন। চিংড়ি মাছ থেকে যেকোনও মাছই তাঁর অত্যন্ত পছন্দের। এছাড়াও চিকেনের যেকোনও ডিশ তিনি পছন্দ করেন। বাড়ির খাবার খাওয়াই তাঁর প্রথম পছন্দ।
খেতে ভালোবাসলেও ফিটনেসের দিকেও নজর থাকে জিমি শেরগিলের। তার জন্য নিয়মিত শরীরচর্চাও করেন।
বলিউড বাদশা শাহরুখ খানের অন্যতম অনুরাগী জিমি শেরগিল। তাঁর সঙ্গে কাজের কোনও সুযোগই তিনি ছাড়তে চান না।
বলিউডের অন্যান্য অভিনেতারা তাঁর প্রেরণা। ইরফান খান, শাহরুখ খান, সলমন খান, সঞ্জয় দত্ত, সানি দেওল তাঁর প্রেরণা। জিমি শেরগিলকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -