আসুন ঘুরে আসি জন আব্রাহামের আলিশান বাংলো
বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা হলেন জন আব্রাহাম। পেশায় মডেল হিসেবে প্রথমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই সময়ের বলিউডের একজন বড় সুপারস্টার জন। মুম্বইয়ে তাঁর একটি আলিশান বাংলো রয়েছে।
মুম্বইয়ের ব্যান্ড স্ট্যান্ড এলাকায় রয়েছে জন আব্রাহামের এই বাংলো যা সবার নজর কাড়বেই।
এই বাংলোয় নিজের স্ত্রী প্রিয়া পাঞ্চালের সঙ্গে থাকেন জন। জনের স্ত্রী পেশায় একজন ব্যাঙ্ক কর্মী।
খুব সুন্দরভাবে এই বাংলোটিকে সাজিয়েছেন জন। তাঁর স্ত্রী প্রিয়াও এই বিষয় জনকে সাহায্য করেছেন।
সবকিছুই রয়েছে এই বাংলোয়। ইন্টিরিয়র দিজাইনে সাহায্য করেছে জনের ভাই আলান ও তাঁর কোম্পানি।
২ ডুপ্লেক্সেই এই বাংলোটি। যার ভেতরে জন নিজের জন্য একটি জিমখানাও বানিয়ে নিয়েছেন, সেখানে তিনি প্রতিদিন ওয়ার্ক আউট করেন।
প্রায় ১৪ মাস লেগেছিল জন ও প্রিয়ার এই বাড়িতি তৈরি করতে। যার নাম রেখেছেন জন স্কাই।
জনের বাবাও আর্কিটেকচার ছিলেন। পারিবারিক সেই ব্যাবসাই এগিয়ে নিয়ে চলেছেন জনের ভাই আলান। জন একমাত্র যিনি তাঁর পরিবারে বলিউডে পা রেখেছেন।
২০০৩ সালে বিপাশা বসুর বিপরীতে জিসম ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন জন। জন ও বিপাশার দীর্ঘদিনের সম্পর্কও ছিল। ২০১১ সালে তাঁদের সম্পর্ক ভেঙ্গে যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -