আসুন ঘুরে আসি জন আব্রাহামের আলিশান বাংলো
জন আব্রাহামের নজরকাড়া বাংলো
1/10
বলিউডের অন্যতম জনপ্রিয় একজন অভিনেতা হলেন জন আব্রাহাম। পেশায় মডেল হিসেবে প্রথমে নিজের কেরিয়ার শুরু করেছিলেন তিনি।
2/10
এই সময়ের বলিউডের একজন বড় সুপারস্টার জন। মুম্বইয়ে তাঁর একটি আলিশান বাংলো রয়েছে।
3/10
মুম্বইয়ের ব্যান্ড স্ট্যান্ড এলাকায় রয়েছে জন আব্রাহামের এই বাংলো যা সবার নজর কাড়বেই।
4/10
এই বাংলোয় নিজের স্ত্রী প্রিয়া পাঞ্চালের সঙ্গে থাকেন জন। জনের স্ত্রী পেশায় একজন ব্যাঙ্ক কর্মী।
5/10
খুব সুন্দরভাবে এই বাংলোটিকে সাজিয়েছেন জন। তাঁর স্ত্রী প্রিয়াও এই বিষয় জনকে সাহায্য করেছেন।
6/10
সবকিছুই রয়েছে এই বাংলোয়। ইন্টিরিয়র দিজাইনে সাহায্য করেছে জনের ভাই আলান ও তাঁর কোম্পানি।
7/10
২ ডুপ্লেক্সেই এই বাংলোটি। যার ভেতরে জন নিজের জন্য একটি জিমখানাও বানিয়ে নিয়েছেন, সেখানে তিনি প্রতিদিন ওয়ার্ক আউট করেন।
8/10
প্রায় ১৪ মাস লেগেছিল জন ও প্রিয়ার এই বাড়িতি তৈরি করতে। যার নাম রেখেছেন জন "স্কাই"।
9/10
জনের বাবাও আর্কিটেকচার ছিলেন। পারিবারিক সেই ব্যাবসাই এগিয়ে নিয়ে চলেছেন জনের ভাই আলান। জন একমাত্র যিনি তাঁর পরিবারে বলিউডে পা রেখেছেন।
10/10
২০০৩ সালে বিপাশা বসুর বিপরীতে জিসম ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন জন। জন ও বিপাশার দীর্ঘদিনের সম্পর্কও ছিল। ২০১১ সালে তাঁদের সম্পর্ক ভেঙ্গে যায়।
Published at : 13 Dec 2021 07:27 AM (IST)