Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Kacher Manush Update: দেব-ইশা-উষার জমজমাট সমীকরণ, সাক্ষী রইল কলকাতা আর 'চুম্বক মন'
দেব, ইশা.. আর তাঁদের মনের গল্প । সদ্য মুক্তি পেয়েছে 'কাছের মানুষ' (Kacher Manush)-এর প্রথম গান 'চুম্বক মন'। উষা উত্থুপের গলায় 'চুম্বক মন' দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর আর দেবের ছবিতে উষা উত্থুপের গান, যেন বিশ্বাসই করতে পারছেন না ইশা। এবিপি লাইভকে ইশা বললেন, 'ভাবতেই পারছি না আমি আর দেব কলকাতায় ঘুরে বেড়াচ্ছি আর ব্যাকগ্রাউন্ডে উষা উত্থুপের গান'
এই ছবি আরও অনেক কারণে বিশেষ ইশার কাছে। 'কাছের মানুষ'-এর সৌজন্যেই প্রথম প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাজ করেন ইশা।
গানের শুরুতেই ইশা দেবকে চারটি খাবারের নাম বলেন, ফুচকা, এগরোল, ঝালমুড়ি আর তেলেভাজা। দেব বেছে নিলেন এগরোল । দেব-ইশার গল্পকে সুরে বাঁধলেন ইশা।
দেব জানালেন, এই ছবির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ খাওয়া। শ্যুটিং করতে গিয়ে নাকি প্রচুর স্ট্রিটফুড খেয়েছেন দেব-ইশা।
এই বছরের পুজোয় মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও দেব অভিনীত 'কাছের মানুষ'। আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি। গত বছর মহালয়ায় ছবির নাম ঘোষণা করা হয়।
পথিকৃৎ বসু (Pothikrit Basu) পরিচালিত ছবির মুক্তি পাওয়ার কথা ছিল এই বছরের গ্রীষ্মে। তবে সেই তারিখ পিছিয়ে পরে পুজোর সময়ের কথা জানানো হয়। ছবিতে রয়েছেন ইশা সাহাও।
গানের কথায় কথায় জড়ানো প্রেম, সঙ্গীতে খুঁজে না পাওয়ার ভয় আবার আনন্দ, সব মিলিয়ে কলকাতার ফ্রেমে নস্ট্যালজিয়া জড়িয়েছেন দেব-ইশা।
একটি নামজাদা পানশালায় বসেছিল 'চুম্বক মন'-এর আসর। আর সেই আসরেই নিজের গাওয়া গান ঠোঁটে নিয়ে দেবের সঙ্গে পা মিলিয়ে মঞ্চে উঠে পড়লেন উষা উত্থুপ। দেবের হাত ধরেই পা মেলালেন নাচের ছন্দে। তারপরেই সাদা পোশাকে সামিল হলেন ইশাও। বল ডান্সের স্টেপে আসর জমিয়ে দিলেন তারকারা।
দেব বলছেন, 'উত্তর কলকাতায় শ্যুটিং, রাস্তায় যা যা খাবার পেয়েছি সব খেয়েছি। শ্যুটিংয়ে নিয়মিতভাবে ঝালমুড়ি খাওয়া হত।' ইশা যোগ করলেন, 'মনে আছে.. কলেজস্ট্রিটে আমরা ডালবড়া খেয়েছিলাম... সেই ফুটেজও রয়েছে বোধহয়...'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -