Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Kadambari Ajo: আজকের কাদম্বরীর গল্পে অঙ্কিতা, দীর্ঘদিনে পরে বড়পর্দায় সাবিত্রী
র্ঘ বিরতি... ছোটপর্দা.. অবশেষে বড়পর্দায় ফেরা। দীর্ঘ বিরতির পর ফের বড়পর্দায় সাবিত্রী চট্টোপাধ্যায় (Shabitri Chatterjee)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপরিচালক শর্মিষ্ঠা দেব পরিচালিত 'কাদম্বরী আজও' (Kadambari Aajo) ছবিটি মুক্তি পেয়েছে সদ্য। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করেছেন অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)।
কাদম্বরী নামটির সঙ্গে যেন রহস্য জড়িয়ে রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বৌঠানের জীবন, অবেগ, অভিমান.. সবই যেন রহস্যে মোড়া
বইয়ের পাতায় বারে বারে তাঁর জীবনের কথা উঠে এলেও বাঙালির এই চরিত্রকে নিয়ে আগ্রহের শেষ নেই। কাদম্বরীদেবীর মৃত্যুর সঙ্গে কেবল রহস্য নেই, জড়িয়ে রয়েছে অনেক আবেগ, অভিমানও। ঠাকুরবাড়ির সম্ভবত সবচেয়ে রহস্যময়ী আর অভিমানী নারী চরিত্র কাদম্বরী, উপেক্ষিতও বটে।
কিন্তু একালের কাদম্বরী? পর্দায় সে আধুনিকা, পেশায় চিত্রপরিচালক। তবে সেকাল আর একালের কাদম্বরীর মধ্যেও কি মিল রয়েছে? সেই গল্পই পর্দায় ফুটিয়ে তুলেছেন পরিচালক।
পরিচালকের কথায়, কথায়, 'বাস্তব কাদম্বরীর চরিত্রের সঙ্গে পর্দার কাদম্বরীর খুব একটা মিল নেই। তবে সেই কাদম্বরীর একাকীত্ব, বিরহ, চাপা কষ্ট রয়েছে আজকের কাদম্বরীদের মধ্যেও। হতেই পারে একবিংশ শতাব্দীর কাদম্বরী সাবলম্বী, কিন্তু তাঁর মনটা একই রকম। সেই গল্পই বলবে এই ছবি।'
ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রাজদীপ সরকার, বিশ্বজিত চক্রবর্তী, রুমকি চট্টোপাধ্যায় প্রমুখেরা।
শিল্পী রূপঙ্কর বাগচী (Rupankar Bagchi) এবং সায়নী পালিতের (Shayani Palit) কন্ঠে তিনটি রবীন্দ্রসঙ্গীত রয়েছে।
গোটা ছবির শুটিং হয়েছে কলকাতা এবং উত্তরবঙ্গর রিশপ, লোঁলেগাও-তে।
ছবিটি ইতিমধ্যেই ইন্দো-ফ্রান্স এবং রিলস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার পেয়েছে। ফ্রান্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে এই ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -