Kajol and Tanuja at Daksineswar: কলকাতায় শ্যুটিং কাজলের, তার মধ্যেই মা তনুজাকে নিয়ে দক্ষিণেশ্বরে হাজির অভিনেত্রী
তিনি কলকাতায় এসেছিলেন ছবির শ্যুটিংয়ের কাজে। তবে এখানে থাকেননি.. বিমানবন্দর থেকেই পাড়ি দিয়েছিলেন বীরভূমে। শান্তিনিকেতনে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু তার ফাঁকেই, মা তনুজা ও ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরের মন্দিরে ঘুরে গেলেন তিনি। কাজল (Kajol)। শনিবার, ছুটির দিন তাঁকে দেখতে ভিড় জমল মন্দির চত্বরে।
গরম উপেক্ষা করেও মন্দিরে এদিন পরিবারকে নিয়ে পুজো দেন অভিনেত্রী। আজও কলকাতাতেই রয়েছেন তিনি, করছেন শ্যুটিং।
বলিউড অভিনেতা রণিত রায়ের (Ronit Roy) সঙ্গে মার্চ মাসের শেষেই কলকাতায় এসেছেন কাজল। বিমানবন্দরে বাঙালি অভিনেত্রী ক্যামেরাবন্দি হলেও, কলকাতায় থাকেননি তিনি।
শোনা যাচ্ছে, বলিউড ছবি 'মা'-র শ্যুটিংয়ে কলকাতায় এসেছিলেন তিনি। শান্তিনিকেতনের শ্যুটিং সামলেই শনিবার দুপুরে দক্ষিণেশ্বরে এসেছিলেন অভিনেত্রী। হুইল চেয়ারে ছিলেন মা তনুজা।
সর্বদাই মা বা দিদার হাত ধরে ছিলেন ছেলে যুগ। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ছড়িয়ে পড়তেই নেটদুনিয়া যুগের প্রশংসায় পঞ্চমুখ।
এদিন ৩ জনেই ছবি তোলেন। তবে গোটা সময়টাই ঘিরে ছিলেন নিরাপত্তার বেষ্টনীতে।
এদিন কাজল পরেছিলেন একটি টকটকে লাল ফুল হাতা সালোয়ার কামিজ। চুল বাঁধা ছিল , চোখে বড় সানগ্লাস। সাদা সালোয়ার কামিজ পরেছিলেন তনুজা, সঙ্গে রঙিন ওড়না। তাঁরও চোখে ছিল সানগ্লাস
সাদা টিশার্ট পরেছিলেন যুগ, সঙ্গে ছাই রঙের প্যান্ট। মুখে হাসি মাখিয়ে তিনি পোজ় দেন মা ও দিদার সঙ্গে। কলকাতায় আসেননি স্বামী অজয় দেবগণ (Ajay Devgan)। স্বামীর জন্মদিনেও থাকতে পারেননি তিনি। কলকাতা থেকেই শুভেচ্ছা জানিয়েছিলেন স্বামীকে।
এর আগে, শান্তিনিকেতনে কঙ্কালীতলার মন্দিরে পুজো দিয়েছিলেন এই ছবিতে কাজলের সহ-অভিনেতা রণিত রায়
- - - - - - - - - Advertisement - - - - - - - - -