Kajol: শ্বশুরবাড়ি রক্ষণশীল, বিধিনিষেধের গেরোয় পড়েই কি অভিনয় থেকে বিরতি নেন কাজল!
Bollywood Updates: সমসাময়িক সকলের চেয়ে এগিয়েছিলেন। সাফল্যের শিখরে থাকাকালীনই আচমকা অভিনয় থেকে সরে যান কাজল। বিয়ে করে সংসারী হন অজয় দেবগণে সঙ্গে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে সংগৃহীত।
1/10
আদ্যোপান্ত ফিল্মি পরিবারের মেয়ে। স্বাধীনচেতা মায়ের হাতে বড় হওয়া। প্রথম ছবি থেকেই স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে পেরেছিলেন।
2/10
তার পরেও সাফল্যের মধ্যগগনে থাকাকালীন আচমকা বিয়ে করে সংসারী হওয়ার সিদ্ধান্ত। তার পর অভিনয় থেকে দীর্ঘ বিরতি।
3/10
সমসাময়িক সকলের চেয়ে এগিয়ে থাকা কাজলের এমন সিদ্ধান্তে হতবাক হয়েছিলেন অনেকেই। কিন্তু এর নেপথ্যে রক্ষণশীলতাই নাকি কাজ করেছিল!
4/10
শোনা যায়, স্বামী অজয় দেবগণ এবং তাঁর পরিবারের নাকি বিয়ের পর কাজলের অভিনয় চালিয়ে যাওয়া নিয়ে আপত্তি ছিল। পরিচালক সুনীল দর্শন তা নিয়ে মুখ খুলতে পিছপা হননি।
5/10
সুনীল জানান, তাঁর একটি ছবিতে অভিনয়ের কথা ছিল কাজলের। কিন্তু শেষ মুহূর্তে পিছিয়ে আসেন অভিনেত্রী। তাতে দুঃখ পান তিনি।
6/10
কিন্তু কাজলের মা, তনুজা সুনীলকে বাড়িতে ডেকে পাঠান। সেখানে তনুজা জানান, অজয়ের পরিবার চায় না, বিয়ের পরও কাজল অভিনয় চালিয়ে যান। কেরিয়ার ছেড়ে অজয়ের সঙ্গে সংসার করতে তা মেনেও নেন কাজল।
7/10
কাজলের এই সিদ্ধান্তে নাকি তাঁর বাবাও অসন্তুষ্ট হন। অজয়ের সঙ্গে বিয়ের পর মেয়ের সঙ্গে নাকি বেশ কয়েক দিন কথাই বলেননি তিনি।
8/10
তবে অভিনয় থেকে বিরতি নেওয়াকে ঘিরে কোনও আফশোসই নাকি নেই কাজলের! নিজেই সেকথা জানান তিনি। একটি সাক্ষাৎকারে জানান, অজয়কে বিয়ে করা তাঁর জীবনের সেরা সিদ্ধান্ত। অভিনয় করলেও অজয়ই নাকি তাঁকে থিতু হতে শিখিয়েছিলেন বলে জানান কাজল।
9/10
প্রাণ চঞ্চল কাজল এবং মিতভাষী অজয়ের সম্পর্ক নিয়ে গোড়ার দিকে বলিউডের সকলেই কার্যত নাক সিঁটকেছিলেন। বিয়ে কতদিন টিকবে তা নিয়েও সন্দিহান ছিলেন অনেকে। মাঝে অন্য নায়িকাদের সঙ্গে অজয়কে জড়িয়ে গুজবও ছড়ায়।
10/10
কিন্তু এত কিছুর পরও আজও একছাদের নিচে সংসার করছেন কাজল এবং অজয়। তাঁদের দুই সন্তান রয়েছে। সংসার, বাচ্চা সামলে আবার অভিনয়েও ফিরেছেন কাজল। আজকাল বেছে বেছে কাজ করেন তিনি।
Published at : 20 Dec 2022 11:56 PM (IST)