'Salaam Venky': মুক্তির অপেক্ষায় 'সেলাম ভেঙ্কি', কলকাতায় প্রচারে কাজল-রেবতী-বিশাল
কলকাতায় ছবির প্রচারে হাজির হয়েছিলেন বঙ্গকন্যা ও বলিউড অভিনেত্রী কাজল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁর আগামী ছবি 'সেলাম ভেঙ্কি'র প্রচারে ছিলেন পরিচালক ও দক্ষিণী অভিনেত্রী রেবতী। ছিলেন ছবিতে কাজলের সহ অভিনেতা বিশাল জেঠওয়া।
আগামী শুক্রবার অর্থাৎ ৯ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।
এই ছবি সত্য ঘটনা অবলম্বনে তৈরি। এক অল্প বয়সী ছেলের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।
ছবির মুখ্য চরিত্র ছেলেটি তার স্বাস্থ্যের অবনতি সত্ত্বেও একটি বিশাল উদযাপনের মতো জীবনযাপনে বিশ্বাস করে।
এই ছবি বলবে এক মায়ের লড়াইয়ের গল্পও। নিজের সন্তানের প্রতি শর্তহীন ভালবাসা ও ত্যাগের মাধ্যমে বড় বড় চ্যালেঞ্জও যে কাটিয়ে ওঠা যায় তাই শেখাবে এই ছবি।
এই ছবির হাত ধরে প্রথমবার একসঙ্গে কাজ করছেন কাজল ও রেবতী।
ছবির পোস্টারে কাজলকে দেখা যায় লাল শাড়ি পরে, একটি হুইল চেয়ার ঠেলছেন। আর তাতে কোলে বাজারের থলি নিয়ে বসে তাঁর সন্তান।
ছবিতে মা ও ছেলের ভূমিকায় দেখা যাবে যথাক্রমে কাজল ও বিশাল জেঠওয়াকে।
ছবির ট্যাগলাইনে সেই বিখ্যাত সংলাপ, 'জিন্দেগি লম্বি নেহি বড়ি হোনি চাহিয়ে'।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -