Cricketers Birthday on Dec 6: এক, দুই নয়, বছরের শেষ মাসের ষষ্ঠ দিনে জন্ম নিয়েছেন এই ছয় তারকা ক্রিকেটার

Indian Cricket Team: ছয় তারকার মধ্যে ঘটনাক্রমে পাঁচজনই ভারতীয় জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন।

বুমরাসহ ছয় তারকার আজ জন্মদিন (ছবি: বুমরার ট্যুইটার)

1/12
ভারতীয় দলের বিরাট গুরুত্বপূর্ণ সদস্য রবীন্দ্র জাডেজা।
2/12
আজ সেই তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজারই ৩৩তম জন্মদিন। তিনি বর্তমানে অবশ্য চোটের কারণে জাতীয় দলের বাইরে রয়েছেন।
3/12
জাডেজার মতোই ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ যশপ্রীত বুমরাও। তাঁরও আজ জন্মদিন
4/12
আজ ২৯-এ পা দিলেন বুমরা।
5/12
বুমরার মতোই ২৯-এ পা দিলেন ভারতীয় দলের তারকা ব্যাটার তথা কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারও।
6/12
বর্তমানে ভারতীয় দলের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ খেলতে ব্য়স্ত শ্রেয়স। ১-০ পিছিয়ে থাকা দলকে সিরিজে ফেরাতে তাঁর কাঁধে গুরুদায়িত্ব রয়েছে।
7/12
আপাতত জাতীয় দলের ধারেকাছেও নেই করুণ নায়ার।
8/12
তবে জাতীয় দলের হয়ে টেস্টে এক ইনিংসে তিনশো রান করার কৃতিত্ব রয়েছে তাঁর দখলে। ৩১-এ পা দিলেন করুণ।
9/12
চার বর্তমান ক্রিকেটারের পরে পালা প্রাক্তন ক্রিকেটার আর পি সিংহের।
10/12
প্রাক্তন ভারতীয় ফাস্ট বোলার আজ ৩৭-এ পা দিলেন।
11/12
এই তালিকায় একমাত্র বিদেশি ক্রিকেটার হলেন অ্যান্ড্রু ফ্লিনটফ।
12/12
প্রাক্তন ইংরেজ ক্রিকেটার ৪৫-এ পা দিলেন।
Sponsored Links by Taboola