Kanchan Mallick and Sreemoyee Chottoraj: পাশে কাঞ্চন, কেমন ছিল শ্রীময়ীর সাধের অনুষ্ঠান? রইল অ্যালবাম
কোলে এসেছে ছোট্ট মেয়ে কৃষভি, আর তার জন্মের পরেই সাধের ছবি প্রকাশ্যে আনলেন শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chottoraj)।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএতদিন তিনি লুকিয়েই রেখেছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলেও তিনি সেই সম্ভাবনা উড়িয়েই দিয়েছেন।
তবে মেয়ের জন্মের পরে সোশ্যাল মিডিয়ায় মেয়ের নাম সহ মা হওয়ার খবর শেয়ার করে নিয়েছিলেন শ্রীময়ী। আর এবার, সাধের ছবি শেয়ার করে নিলেন অভিনেত্রী।
বাইরের কাউকে না বললেও, পরিবারের মধ্যে ধুমধাম করে সাধ পালন করেছিলেন শ্রীময়ী। আর সবসময়ের জন্যই পাশে ছিলেন কাঞ্চন
সোশ্যাল মিডিয়ায় সাধের ছবি শেয়ার করে নিয়ে নিয়ে শ্রীময়ী লিখছেন, 'সাধের অনুষ্ঠান। ছোট্ট কৃষভি তখন আমার মধ্যে ছিল। দিনটা খুব বিশেষ ছিল।
শ্রীময়ী আরও লিখছেন, 'আমাদের কাছের ভালবাসার মানুষেরা ঘিরে ছিল আমাদের। ছোট্ট কৃষভি যে এত ভালবাসা পেয়েছে, এত আশীর্বাদ পেয়েছে তার জন্য আমি ধন্য, আমরা ধন্য।'
সোশ্যাল মিডিয়ায় এই অনুষ্ঠানের ছবি দেখে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। বেগুনি আর কমলার মিশেলে একটি শাড়ি পরেছিলেন শ্রীময়ী।
সিঁথি ভরা সিঁদুর আর গা ভরা গয়না। হবু মায়ের চোখে মুখে খুশির ছাপ। আর সবসময়েই স্ত্রীর সঙ্গে রইলেন কাঞ্চন। লাল টিশার্ট পরেছিলেন কাঞ্চন। পঞ্চব্যাঞ্জনে আয়োজন করা হয়েছিল শ্রীময়ীর সাধের।
এর আগে, সোশ্যাল মিডিয়ায় হাসপাতাল থেকে ছবি শেয়ার করে শ্রীময়ী লিখেছিলেন, 'সেই মানুষটা, যে বিবাহের আগে আমার সমস্ত খারাপ এবং ভাল মুহূর্তে আমার পাশে ছিল একজন ভাল বন্ধুর মতোই।'
শ্রীময়ী লিখছেন, ' সেই মানুষটা যে আমার প্রেগনেন্সি সফরের একেবারে প্রথম দিন থেকে আমার খেয়াল রেখেছে, শরীরের যত্ন নিয়েছে, আমার যখন যা খেতে ইচ্ছে করে এনে দিয়েছে, আমার মানসিক সমস্ত ওঠাপড়া হাসিমুখে সামলেছে, ভালবাসা দিয়ে আমায় আগলে রেখেছে.. এখনও আমায় আর আমার মেয়েকে ভালবাসা দিয়ে আগলে রেখেছে। কেবিনে আমার সঙ্গে রাতের পর রাত জেগেছে।'
শ্রীময়ী লিখছেন, 'হয়তো তোমার জন্যই আমি একটা প্রাণকে সুস্থভাবে পৃথিবীতে আনতে পেরেছি। এই মানুষটা আমায় আমার জীবনের সেরা উপহারটা দিয়েছে। তোমায় ভালবাসি।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -