Sreemoyee-Kanchan: কেবল আমার সঙ্গে নাম জড়িয়েছিল বলেই কাঞ্চন আমায় বিয়ে করুক, এটা চাইনি: শ্রীময়ী
সদ্য বাবা-মা হয়েছেন তাঁরা। শুধু হয়েছে জীবনের নতুন অধ্যায় কিন্তু কেমন ছিল এই গোটা বছরটা? বিয়ে, তারপরে কোলে সন্তান আসা, সব মিলিয়ে এই বছরটায় অনেক চড়াই উৎরাই হাতে হাত রেখে পেরিয়েছেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টরাজ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে তার পাশাপাশি, শ্রীময়ী তারিয়ে তারিয়ে উপভোগ করছেন মাতৃত্বকে। ডিসেম্বরে এসে কাঞ্চন-শ্রীময়ী একবার পিছন ফিরে দেখলেন তাঁদের জীবনের সম্ভবত সবচেয়ে স্মরণীয় বছরটাকে। সাক্ষী রইল এবিপি লাইভ বাংলা
এখন ফিরে দেখলে মনে হয়, এই সালটার অন্যতম স্মরণীয় মুহূর্ত তাঁদের বিয়ে। কাঞ্চন বলছেন, 'এই গোটা বছরে অনেক স্মরণীয় মুহূর্ত রয়েছে। একটা মনে পড়ে, ১৩ ফেব্রুয়ারি রাতের কথা।'
কাঞ্চন বলছেন, '১৪ ফেব্রুয়ারি আমরা রেজিস্ট্রি করে বিয়ে করি। ১৩ ফেব্রুয়ারি রাতে আমায় একটা প্রশ্ন করা হয়েছিল, 'কাল কিন্তু ১৪ ফেব্রুয়ারি। কাল আমাদের রেজিস্ট্রি। একবার ভেবে দেখো কিন্তু। তোমায় একবার ভাবার সুযোগ দিলাম'
কাঞ্চনের কথার সূত্র ধরে শ্রীময়ী কৌতুহল নিরসন করলেন নিজেই। বললেন, 'এতবার ধরে আমায় শুনতে হয়েছিল, বিবাহিত পুরুষকে বিয়ে করছো, তুমি লোকের ঘর ভেঙেছো...'
শ্রীময়ী বলছেন, 'আমার মনে হয় বিবাহিত পুরুষকে দোষারোপ করা খুব সহজ। মানুষ তো ভীষণ বিচার করতে বসে যায়। আমি তো নতুনভাবে শুরু করছি। '
শ্রীময়ী বলছেন, 'কিন্তু আমার এখনও খারাপ লাগে, কাঞ্চনকে শুনতে হয়, আপনি তো তিনবার, চারবার বিয়ে করেছেন। যাঁরা আসলে বিয়ে করেছেন, তাঁরাই একমাত্র জানেন তাঁরা কী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন।'
শ্রীময়ী বলছেন, 'আমার মনে হয় একটা তিক্ত সম্পর্ক থেকে বেরিয়ে নিজের মতো করে বাঁচার, শ্বাস নেওয়ার অধিকার সবার রয়েছে। সেটা আপনি ঠিক করে দেওয়ার কেউ নয়।
শ্রীময়ী বলছেন, 'আর আমি বিশ্বাস করি, 'জন্ম-মৃত্যু-বিয়ে, তিন বিধাতা নিয়ে' কিন্তু আমি ওকে প্রশ্নটা করেছিলাম তার কারণ আমি চাইনি আমার সঙ্গে সম্পর্কে নাম জড়িয়েছে বলে, আমায় একটা জায়গা থেকে বাঁচানোর জন্য চাপে পড়ে বিয়েটা করতেই হবে।'
শ্রীময়ী বলছেন, তৃতীয় বা চতুর্থবার যেটাই হোক, সঙ্গী হিসেবে আমার জানা উচিত ছিল, কাঞ্চনের মধ্যে কোনও দোষারোপ কাজ করছে না তো?' শ্রীময়ীর কথা শেষ হতে না হতেই আলতো হাতে তাঁর পিঠ চাপড়ে দিলেন কাঞ্চন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -