Nitish Kumar Reddy: বাবাকে কাঁদতে দেখে বদলে যায় জীবন, কীভাবে ভারতের জার্সিতে খেলার স্বপ্নপূরণ নীতীশ রেড্ডির?

India vs Australia: পারথে প্রথম ইনিংসে ভারতের ভরাডুবির মাঝে নীতীশের লড়াকু ৪১ রানের ইনিংস ভারাতীয় শিবিরে বিশ্বাসের সঞ্চার ঘটিয়েছিল। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টেও ভারতের সম্পদ হয়ে উঠতে পারেন।

বাবার আত্মত্যাগই প্রেরণা নীতীশের। - ইনস্টাগ্রাম

1/10
সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে নজরকাড়া পারফরম্যান্স। যার পুরস্কার হিসাবে ভারতীয় দলেও জায়গা করে নেন নীতীশ কুমার রেড্ডি।
2/10
অন্ধ্র প্রদেশের ক্রিকেটার ভারতীয় দলের হয়ে ৩টি টি-২০ ম্যাচ খেলার পাশাপাশি একটি টেস্টেও খেলেছেন। ডানহাতি ব্যাটার মিডিয়াম পেস বোলিংও করেন।
3/10
ভারতীয় ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে নীতীশ জানিয়েছেন যে, বাবার আত্মত্যাগই তাঁকে মন দিয়ে ক্রিকেট খেলার প্রেরণা জুগিয়েছিল। নীতীশের কাহিনি মন ছুঁয়ে গিয়েছে ক্রিকেটপ্রেমীদের।
4/10
নীতীশ বলেছেন, 'সত্যি কথা বলতে কী, আমি ক্রিকেটকে খুব একটা গুরুত্ব দিতাম না। তবে আমার খেলার জন্য বাবা নিজের চাকরি ছেড়েছিলেন। আমার উত্থানের নেপথ্যে বাবার আত্মত্যাগের বিরাট গল্প রয়েছে।'
5/10
নীতীশ জানিয়েছেন, আর্থিক সমস্যায় তাঁর পরিবার এমনই জর্জরিত হয়েছিল যে, পরিস্থিতি সামলাতে না পেরে তাঁর বাবা একদিন কেঁদে ফেলেন। সেই কান্না দেখে যেন সম্বিৎ ফেরে নীতীশের।
6/10
নীতীশ বলেছেন, 'বাবাকে কাঁদতে দেখে আমার মনে হয়েছিল, এটা হতে পারে না যে, একজন সব কিছু ছেড়ে দিয়ে আমার জন্য লড়াই করে চোখের জল ফেলছে আর আমি শুধু মজা পাওয়ার জন্য খেলছি।'
7/10
নীতীশ জানিয়েছেন, তারপরই তিনি ক্রিকেটকে পেশা করার ব্যাপারে আরও গুরুত্ব দেন। পরিশ্রম করেন। তারই পুরস্কার হিসাবে তাঁর সাফল্য। জাতীয় দলে জায়গা করে নেওয়া।
8/10
কঠোর পরিশ্রমের পুরস্কার পেয়েছেন নীতীশ। জাতীয় দলের হয়ে পারথে টেস্ট অভিষেক ঘটিয়েছেন ২১ বছরের তরুণ।
9/10
নীতীশ জানিয়েছেন, যাঁকে আদর্শ করে তিনি ক্রিকেট খেলেছেন, সেই বিরাট কোহলির হাত থেকে টেস্ট ক্যাপ পেয়ে তিনি রোমাঞ্চিত।
10/10
পারথে প্রথম ইনিংসে ভারতের ভরাডুবির মাঝে নীতীশের লড়াকু ৪১ রানের ইনিংস ভারাতীয় শিবিরে বিশ্বাসের সঞ্চার ঘটিয়েছিল। অ্যাডিলেডে দিন-রাতের টেস্টেও ভারতের সম্পদ হয়ে উঠতে পারেন অন্ধ্র প্রদেশের ক্রিকেটার। ছবি - পিটিআই
Sponsored Links by Taboola