Kangana Ranaut Birthday: কঙ্গনা রানাউতের ডাকনাম কী জানেন? রইল আরও অনেক অজানা তথ্য

কঙ্গনা রানাউত

1/10
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের। তাঁর অভিনীত ছবি নিয়ে যেমন তিনি চর্চায় থাকেন, তেমনই নানা বিতর্কিত মন্তব্যের জন্যও খবরের শিরোনামে থাকেন তিনি। বলিউডে একাধিক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। আজ জন্মদিনে জেনে নেওয়া যাক কঙ্গনা রানাউত সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
বিভিন্ন তথ্য অনুযায়ী জানা যায়, মডেলিং কিংবা অভিনয় জগতে পা দেওয়ার আগে চিকিৎসক হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন কঙ্গনা রানাউত। কিন্তু রসায়ন বিজ্ঞানে অকৃতকার্য হওয়ার পরই তিনি মত বদলান। পরবর্তীতে অভিনয় নিয়ে কেরিয়ার তৈরি করার প্রস্তুতি নেন।
3/10
বিভিন্ন সাক্ষাৎকারে কঙ্গনা রানাউতকে বলতে শোনা গিয়েছে যে, মাত্র ১৬ বছর বয়সে অভিনয়ের টানে বাড়ি ছাড়েন তিনি। হিমাচলের বাড়ি থেকে দিল্লি পাড়ি দেন কঙ্গনা। মডেলিং নিয়ে কেরিয়ার তৈরি করার জন্য অনেক স্ট্রাগলও করতে হয় তাঁকে।
4/10
খুব অল্প বয়সেই বলিউডে অভিনয় কেরিয়ার শুরু হয় কঙ্গনা রানাউতের। 'গ্যাংস্টার' ছবি দিয়ে যখন তাঁর বলিউডে আত্মপ্রকাশ হয়, তখন তাঁর বয়স মাত্র ১৯ বছর।
5/10
শোনা যায়, 'গ্যাংস্টার' ছবির জন্য পরিচালকের প্রথম পছন্দ ছিলেন বাংলার জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক। কিন্তু নানা কারণে কোয়েল মল্লিক এই ছবি করতে না পারায় এই ছবির প্রস্তাব যায় কঙ্গনার কাছে। মহেশ ভট্টের বক্তব্য ছিল, 'গ্যাংস্টার' ছবিতে অভিনয়ের জন্য কঙ্গনা রানাউতের বয়স অত্যন্ত কম ছিল। শোনা যায়, এই ছবির প্রস্তাব গিয়েছিল চিত্রাঙ্গদা সিংহের কাছেও।
6/10
কঙ্গনা রানাউতের ডাকনামটিও বেশ মজার। জানা যায়, অভিনেত্রীকে তাঁর পরিবারের লোকেরা আরশাদ নামে ডাকেন। এই নামের অর্থ হল ভক্তি।
7/10
সবথেকে বেশি জাতীয় পুরস্কার পাওয়া বলিউড অভিনেত্রীদের মধ্যে কঙ্গনা রানাউত দ্বিতীয়। বেশ কিছু ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি।
8/10
অভিনয়ের পাশাপাশি ছবি তৈরি নিয়েও যথেষ্ট আগ্রহ রয়েছে কঙ্গনা রানাউতের। ইতিমধ্যেই তিনি নিজের প্রযোজনা সংস্থাও খুলে ফেলেছেন। নিজের প্রযোজনা সংস্থার ছবিও আসতে চলেছে। সেই ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে নওয়াজউদ্দিন সিদ্দিকিকে।
9/10
লোভনীয় টাকার অঙ্কের প্রস্তাব পাওয়া সত্বেও ফর্সা হওয়ার ক্রিমের বিজ্ঞাপনে কাজ করতে চাননি কঙ্গনা রানাউত। না কাজ করতে চাওয়ার কারণ হিসেবে জানা যায়, তিনি এই বিষয়টাতেই বিশ্বাসী নন তাই।
10/10
নাচেও দক্ষ কঙ্গনা রানাউত। কত্থক নৃত্যে রীতিমতো প্রশিক্ষণও নিয়েছেন তিনি। বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে জন্মদিনের শুভেচ্ছা।
Sponsored Links by Taboola