Kangana Ranaut Birthday: ডাক্তার হওয়ার বদলে মডেলিংয়ে পা, জন্মদিনে কঙ্গনার 'অভিনয় যাত্রা'
তিনি চিরকালই স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। রাখঢাক না করে যা ভাবেন তাই বলেন। ফলে একাধিক সময়ে বিতর্কেও জড়ান। তাঁকে নিয়ে অভিযোগের শেষ নেই। তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাউত। আজ তাঁর জন্মদিন। ৩৫ বছর পূর্ণ করলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহিমাচল প্রদেশে জন্ম নেন অভিনেত্রী। একাধিক নারীকেন্দ্রিক ছবিতে অভিনয়ের জন্য বিখ্যাত তিনি। ইতিমধ্যেই কঙ্গনার ঝুলিতে রয়েছে চারটি জাতীয় পুরস্কার, পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। ২০২০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন।
ছোটবেলা মা-বাবার কথা অনুযায়ী ডাক্তার হতে চেয়েছিলেন কঙ্গনা। তবে নিজের কেরিয়ার গুছিয়ে নিতে ১৬ বছর বয়সে পাড়ি দেন দিল্লি। সেখানে কিছুদিনের জন্য মডেলিং করেন।
দিল্লিতে থিয়েটার পরিচালক অরবিন্দ গৌরের অধীনে প্রশিক্ষণ নিয়ে ২০০৭ সালে পা রাখেন বলিউডে। প্রথম ছবি 'গ্যাংস্টার'। প্রথমেই বাজিমাত। শ্রেষ্ঠ ফিমেল ডেবিউ হিসাবে পান ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।
ইমোশনালি গভীর চরিত্রে অভিনয় করার জন্য সমালোচকদের প্রশংসাও পেয়েছেন প্রচুর। ২০০৬ সালে 'ও লমহে', ২০০৭ সালে 'লাইফ ইন এ... মেট্রো', ২০০৮ সালে 'ফ্যাশন' তাঁর অন্যতম জনপ্রিয় ছবি। 'ফ্যাশন' ছবির জন্য শ্রেষ্ঠ সহ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান তিনি।
সিরিয়াস চরিত্রে একের পর এক অভিনয় করে 'স্টিরিওটাইপ' করে দেওয়ার প্রবণতা দেখা যায় তাঁকে। সেই ধারা কাটিয়ে ২০১১ সালে কমিক ঘরানার ছবি 'তনু ওয়েডস মনু'-তে অভিনয় করেন তিনি। তবে এরপর বেশ কিছু গ্ল্যামারাস চরিত্রে অভিনয় বক্স অফিসে সাফল্য লাভ করতে পারেনি।
এরপর ২০১৩ সালে কল্পবিজ্ঞান ঘরানার 'কৃশ ৩' ছবিতে অভিনয় করেন যা ফের তাঁকে বক্স অফিস সাফল্য এনে দেয়।
কঙ্গনা পরপর দুবার জাতীয় পুরস্কার পান ২০১৪ সালের প্রবল সাফল্য অর্জিত ছবি 'ক্যুইন' ও ২০১৫ সালের 'তনু ওয়েডস মনু রিটার্নস'-এর জন্য।
এরপর ফের একাধিক ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়তে থাকে। ২০১৯ সালে 'মণিকর্ণিকা: দ্য ক্যুইন অফ ঝাঁসি' ও ২০২০ সালে 'পঙ্গা' ছবিতে কাবাডি খেলোয়াড় হিসাবে অভিনয় তাঁকে প্রশংসা এনে দেয়।
২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'থালাইভি'-তে তিনি রাজনীতিক জয়ললিতার চরিত্রে অভিনয় করেন। এই ছবির জন্য চতুর্থ জাতীয় পুরস্কার ঝুলিতে ভরেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -