Russia-Ukraine War : আর্তনাদ, হাহাকার, মৃত্যু পেরিয়ে ঠিকানা খুঁজছে ইউক্রেনীয়রা, দেখুন ছবি
যুদ্ধবিধ্বস্ত কিভ, খারকিভ থেকে পালিয়ে আসা মানুষ ভিড় করছেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দূতাবাসের বাইরে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশহর ছেড়ে আসা মানুষেরা বলছেন, ১০ মিনিট অন্তর সেখানে চলছে বোমাবর্ষণ। জল না পেয়ে অবরুদ্ধ অসংখ্য মানুষ
যুদ্ধবিধ্বস্ত কিভ, খারকিভ থেকে পালিয়ে আসা মানুষেরা ভিড় করছেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দূতাবাসের বাইরে।
অধিকাংশই প্রাণ বাঁচাতে আশ্রয় নিচ্ছেন প্রতিবেশী দেশে...আত্মীয়ের বাড়িতে।
ভয়াবহতার মধ্যেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বুদাপেস্ট। যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে অন্যান্য দেশে আত্মীয় পরিজনের কাছে যেতে চাইছেন অনেকে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের কারও কারও।
কোথাও যুদ্ধ বিধ্বস্ত শহরের ছবি। কোথাও যোদ্ধার ছবি! ফুল, মোমবাতিতে শ্রদ্ধা জানাচ্ছেন সেখানকার মানুষ।
দূতাবাসের গায়ে ঝুলছে ব্যানার...তাতে লেখা হেল্প ইউক্রেন আর্মি। যে যেভাবে পারেন, সাহায্য করুন।
সকলে নিজেদের ইচ্ছেমতো সাহায্য করছেন। শিশু ও মহিলাদের নিরাপদ পরিবেশে আশ্রয় দেওয়া হচ্ছে। বাড়ির পুরুষরা কে কোথায় হয়ত তাঁরা জানেনই না।
ছবির মতো সাজানো-গোছানো শহরগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে । জানা গিয়েছে, প্রায় ২ লাখ মানুষ এখনও মারিওপোলে আটকে।
জানা গিয়েছে, দুটি অতি শক্তিশালী বোমা মঙ্গলবার মারিউপোলে ফেলা হয় বলে খবর। এই শহর কার্যত এখন ধ্বংসস্তূপ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -