Ankita Lokhande Marriage: 'বন্ধুর বিয়ে'তে হাজির কঙ্গনা, পোস্ট করলেন একাধিক ছবি

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

1/10
জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দীর্ঘকালীন প্রেমিক ভিকি জৈনের সঙ্গে। আজ বিয়ে। গতকাল ছিল 'সঙ্গীত'।
2/10
টেলি জগতের অনেক চেনা মুখের সঙ্গে আমন্ত্রিত ছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। কঙ্গনার পোস্ট করা ছবিতে দেখা গেল বেশ মজার আলোচনায় ব্যস্ত ছিলেন দুজনে।
3/10
অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু কঙ্গনা। তাঁরা একসঙ্গে 'মনিকর্ণিকা' ছবিতে কাজও করেছেন।
4/10
এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে 'সঙ্গীত' অনুষ্ঠানের একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেন কঙ্গনা। শুভেচ্ছা জানান জুটিকে।
5/10
একটি ছবিতে পোজ দিয়ে 'থালাইভি' অভিনেত্রী অঙ্কিতা-ভিকিকে 'শ্রেষ্ঠ জুটি'র তকমাও দিলেন।
6/10
জাঁকজমকপূর্ণ উদযাপনে কঙ্গনা ছাড়াও টেলি জগতের একাধিক তারকা উপস্থিত ছিলেন। তাঁরাও পোস্ট করেন ছবি।
7/10
চোখ ধাঁধানো লেহেঙ্গা ও গয়না পরে এদিন কঙ্গনা নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন।
8/10
পোস্টের ক্যাপশনে লেখেন, 'যুদ্ধ নয় ভালবাসো... আজ আমার বন্ধুর বিয়ে।'
9/10
অন্যদিকে গতকালই মুম্বই পুলিশ আদালতে জানায় এখনই গ্রেফতার করা যাবে না কঙ্গনা রানাউতকে।
10/10
অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ছিল, সোশ্যাল মিডিয়ায় আন্দোলনরত কৃষকদের উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেন তিনি। সেই পরিপ্রেক্ষিতেই চলা মামলায় বম্বে হাইকোর্ট আপাতত তাঁকে কিছুদিনের রেহাই দিয়েছেন। ছবি সৌজন্য: কঙ্গনা রানাউত ও অঙ্কিতা লোখান্ডের ইনস্টাগ্রাম হ্যান্ডল।
Sponsored Links by Taboola