Kangana Ranaut: যোগীরাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন কঙ্গনা রানাউত
যোগীরাজ্যের এবার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন কঙ্গনা রানাউত। শুক্রবারই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে বৈঠকও হয় অভিনেত্রীর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে কঙ্গনার মুখে একাধিকবার শোনা গিয়েছিল মোদি স্তুতি। শুক্রবার তাঁকে ‘ওয়ান ডিস্ট্রিক্ট, ওয়ান প্রোডাক্ট প্রোগ্রামে’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত করেছে।
মোরাদাবাদে শ্যুটিং সেরে লখনউয়ে যান কঙ্গনা রানাওয়াত। সেখানে দেখা করেন যোগী আদিত্যনাথের সঙ্গে
সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে নায়িকা জানান, তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করবেন।
যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাতের আগেই নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ছবি পোস্ট করেন অভিনেত্রী।
তিনি লেখেন, 'আজ সকালে তেজস ছবির মোরাদাবাদের শিডিউল শেষ করলাম এবং লখনউ পৌঁছলাম। উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাতের জন্য পুরোপুরি প্রস্তুত।'
উত্তরপ্রদেশ সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্টের ‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট প্রোগামে’র উপলক্ষে যোগীর বাসভবনে যান কঙ্গনা। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন অভিনেত্রী।
কঙ্গনাকে একটি বিশেষ সোনার কয়েন উপহার দেন যোগী। প্রসঙ্গত, ওই কয়েনটি রামমন্দিরের ভূমিপুজোর সময় ব্যবহৃত হয়েছিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -