Indian Army: রাজ্যের একাধিক জেলায় বন্যা পরিস্থিতি, দুর্গতদের উদ্ধারে নামল সেনা
গত কয়েকদিনের বৃষ্টিতে রাজ্যের জেলায় জেলায় বন্যা পরিস্থিতি। ডিভিসি-র ছাড়া জলে পুজোর আগে ভাসছে রাজ্যের একাধিক জেলা। জেলায় জেলায় বাঁধ ভেঙে বিপত্তি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহুগলির আরামবাগের দৌলতপুরে বাঁধ ভেঙেছে দ্বারকেশ্বর নদের। এর ফলে আরামবাগের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। বহু বাড়িতে জল ঢুকেছে। ঘর, গৃহস্থালির সামগ্রী নিয়ে বাঁধের ওপর আশ্রয় নিয়েছেন গ্রামবাসীরা।
আরামবাগ পুর-এলাকায় জল নামতে শুরু করেছে। তবে বাড়ি-ঘর কাদা আর পলিতে ভরে যাওয়ায় দুর্গতি বেড়েছে বাসিন্দাদের। তবে দামোদরের জলে প্লাবিত তারকেশ্বর ব্লকের চাঁপাডাঙা এলাকা। একাধিক বাড়ি, দোকানে জল ঢুকেছে। জলমগ্ন কৃষিজমিও।
অজয়ের ভয়াল স্রোতে বানভাসি পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা। আউশগ্রাম থেকে মঙ্গলকোট, যেদিকে দুচোখ যায়, শুধু জল আর জল। ভিটেমাটি হারিয়ে আশ্রয়হীন অসংখ্য মানুষ।
অজয় নদের বাঁধ ভেঙে বিপত্তি। বীরভূমের নানুরে ভেসে গিয়েছে চাষের জমি। আর কয়েকদিন বাদেই ফসল ওঠার কথা। তার আগে চাষের জমি প্লাবিত হওয়ায় বড়সড় ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
নানুরের বাসাপাড়া এলাকায় বহু গ্রামে জল ঢুকেছে। সুন্দরপুর-সহ বিস্তীর্ণ এলাকা প্লাবিত। বাসাপাড়া বাজার এলাকায় বাড়িঘর, দোকানে জল ঢুকেছে। ঝাড়খণ্ডের শিকাটা জলাধার থেকে জল ছাড়ার কারণে অজয়ের বাঁধ ভেঙে এই বিপত্তি বলে স্থানীয় প্রশাসনের দাবি।
বিপদসীমার ওপর দিয়ে বইছে শিলাবতী, ঝুমি নদী। প্লাবিত ঘাটালের একাধিক গ্রাম, ভাঙল বাড়ি। পশ্চিম মেদিনীপুরে প্লাবন পরিস্থিতির জেরে সবং, পিংলা ও ডেবরার একাংশ জলমগ্ন। জলের তলায় চাষের জমি। দোকানপাট ক্ষতিগ্রস্ত। কংসাবতীর জল ঢুকল মেদিনীপুর পুরসভার একাংশেও।
ডিভিসি জল ছাড়ায় হাওড়ার উদয়নারায়ণপুরের বহু এলাকা প্লাবিত। গতকাল রাত থেকে নতুন করে জল ঢুকতে শুরু করেছে কুলটিকারি গ্রামে। কোমর-সমান জল। অধিকাংশ বাড়িতেই জল ঢুকেছে। বাড়ির ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন অনেকেই। যাতায়াতে একমাত্র ভরসা নৌকা।
ডিভিসি-র ছাড়া জলে বাঁকুড়ার সোনামুখী ব্লকের উত্তর নিত্যানন্দপুর গ্রামে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। দামোদরের জল গ্রামে ঢুকছে হু-হু করে। জলবন্দি বহু মানুষ। প্রশাসনের তরফে গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে।
ডিভিসি-র ছাড়া জলে রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিয়ে জল ছাড়ার পরিমাণ কমাল দুর্গাপুর ব্যারাজ। আজ সকাল ৭টা পর থেকে ১ লক্ষ ৫৪ হাজার ৫০০ কিউসেক করে জল ছাড়া হচ্ছে। খবর সেচ দফতর সূত্রে। গতকাল সন্ধেয় ১ লক্ষ ৮০ হাজার কিউসেক জল ছাড়া হয়েছিল দুর্গাপুর ব্যারাজ থেকে। আজ প্রায় ২৫ হাজার কিউসেক কমানো হল জল ছাড়ার পরিমাণ।
পরিস্থিতি খতিয়ে দেখতে আজ পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকাল পৌনে বারোটা নাগাদ হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে রওনা দেবেন তিনি।
আকাশ পথে প্লাবিত এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে নামবেন আরামবাগের দৌলতপুরে হেলিপ্যাডে। মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই তাঁর নির্দেশে দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছেন একাধিক মন্ত্রী। ছবি সৌজন্য - প্রতিরক্ষামন্ত্রক
- - - - - - - - - Advertisement - - - - - - - - -