Kangana Ranaut: বড্ড বয়স কম, মানাবে না! কেরিয়ারের প্রথম ছবি থেকেই বাদ পড়ছিলেন কঙ্গনা!
ছোটবেলা থেকেই তিনি স্বপ্ন দেখতেন রূপোলি পর্দার, ফ্যাশন দুনিয়ার। তাঁর কেরিয়ারও শুরু হয়েছিল সেভাবেই। কিন্তু কাজের সঙ্গে সঙ্গে ব্যক্তিগত জীবন নিয়েও বারে বারে চর্চায় থেকেছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকখনও প্রেম, কখনও বিচ্ছেদ আর দুর্দান্ত অভিনয়, ঠোঁটকাটা স্পষ্টবক্তা... কঙ্গনা রানাউত (Kangana Ranaut) বলিউডের অন্যতম বৈচিত্রময় চরিত্র বটে। আজ সেই অভিনেত্রীর ৩৬তম জন্মদিন।
হিমাচলের এক ছোট্ট গ্রামে জন্ম হয়েছিল অভিনেত্রীর। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছোট থেকেই পুত্র ও কন্যাসন্তানের মধ্যে বিভেদে আপত্তি ছিল তাঁর।
বাবা যদি তাঁকে একটি পুতুল ও দাদাকে একটি খেলনা বন্দুক এনে দিতেন, তিনি প্রশ্ন করতেন, এই ধরণের বৈপরীত্য কেন।
কঙ্গনার দাবি, ছোট থেকেই পড়াশোনায় ভাল ছিলেন তিনি। বাবা-মা চেয়েছিলেন কঙ্গনা চিকিৎসক হোন।
চণ্ডীগড়ের ডিএভি স্কুলে পড়াশোনা করতেন কঙ্গনা। তবে দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় অকৃতকার্য হন তিনি। অল্পবয়স থেকেই ফ্যাশন ডিজাইনে আগ্রহ ছিল তাঁর।
এরপর খুব অল্প বয়সেই মডেলিং ও ফ্যাশনে মন দেন কঙ্গনা। বাবা-মা মেডিক্যাল পরীক্ষায় বসতে বললেও রাজি হননি কঙ্গনা। মাত্র ১৬ বছর বয়সে তিনি দিল্লি চলে আসেন।
দিল্লিতে এসে প্রথমে মডেলিংকে পেশা হিসেবে বাছেন কঙ্গনা। বেশ কয়েকটি অনুষ্ঠানেও যোগ দেন। কিন্তু কিছু কাজ করার পরেই কঙ্গনার মনে হয়, এই কাজে সৃষ্টিশীল কিছু খুঁজে পাচ্ছেন না তিনি। এরপরে থিয়েটারে যোগ দেন কঙ্গনা।
বেশ কিছুদিন প্রশিক্ষণও নেন। ইতিমধ্যেই একটা ঘটনা ঘটে। থিয়েটারের শো-এর দিন হঠাৎ একজন অভিনেতা আসতে পারেন না। এদিকে অনুষ্ঠান মঞ্চস্থ হতে কিছুটা সময় বাকি।
কঙ্গনা একই শো-তে পুরুষ অভিনেতা ও নারী অভিনেতা দুজনের চরিত্রেই অভিনয় করেন। দর্শকদের মধ্যে প্রশংসিত হয় গোটা বিষয়টি। এরপরই অভিনয় নিয়ে ভাবতে শুরু করে কঙ্গনা। নেন মুম্বই যাওয়ার সিদ্ধান্ত।
২০০৪ সালে 'লাভ ইউ বস' ছবি দিয়ে বলিউডে পা রাখার কথা ছিল কঙ্গনার। তবে তাঁকে সাফল্য এনে দিয়েছিল অনুরাগ বসুর (Anurag Basu)-র গ্যাংস্টার (Gangstar) ছবিটি। এই দুটি ছবির কথাই চলছিল সমসাময়িকভাবে। সেইসময় কঙ্গনাকে 'গ্যাংস্টার' ছবির জন্য মহেশ ভট্টের অফিসে নিয়ে যান একজন। তবে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়, এই চরিত্রের জন্য কঙ্গনা খুবই ছোট।
চরিত্রটি প্রথমে চলে যায় চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)-এর কাছে। কিন্তু তিনি সেই সময়ে ছিলেন না। ফলে চরিত্রটি আবার ফিরে আসে কঙ্গনার কাছেই। প্রথম ছবিতেই অভিনয়ে নজর কাড়েন কঙ্গনা। তারপরে বিভিন্ন চড়াই উৎরাইয়ের মধ্যে দিয়েই এগিয়ে গিয়েছে তাঁর কেরিয়ার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -