Kapil Dev 83 Promotion: নিজের বায়োপিকের প্রচারে কলকাতায় ঢুঁ মারলেন কপিল দেব
শহরে কপিল দেব
1/9
৮৩- ছবির প্রচারে কলকাতায় কপিল দেব। তাঁর চরিত্রে এই ছবিতে অভিনয় করছেন রণবীর সিংহ।
2/9
সোমবারই শহরে পা রেখেছেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। তাঁর সঙ্গে এসেছিলেন চিত্র পরিচালক কবীর খান।
3/9
কপিলের বায়োপিক ৮৩-পরিচালনা করছেন কবীর খান।
4/9
বর্তমান সময়ে ভারতীয় দলের বিভিন্ন পরিস্থিতি নিয়ে মুখ খুললেন কপিল। অধিনায়ক বিতর্ক নিয়েও কথা বলতে দেখা গেল।
5/9
ভারতীয় ক্রিকেট বোর্ড ও সৌরভের সমর্থনেই মুখ খুললেন কপিল দেব।
6/9
বিরাটকে নেতৃত্ব থেকে সরিয়ে রোহিতকে দায়িত্ব দেওয়ার বিষয়ও সহমত পোষণ করেন কিংবদন্তী এই অলরাউন্ডার।
7/9
আগামী ২৪ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ৮৩ ছবিটি। কিছুদিন আগেই ছবির টিজার রিলিজ করেছিল।
8/9
ছবিতে কপিল দেবের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন রণবীর সিংহের স্ত্রী দীপিকা পাডুকোন।
9/9
চার বছর আগে এই ছবির কাজ শুরু হয়েছিল। ১৯৮৩ সালের ফাইনালে কপিল দেবের বিশ্বজয়ের গল্প নিয়ে তৈরি এই ছবি।
Published at : 14 Dec 2021 07:53 AM (IST)