Aadar Jain Engagement: সমুদ্র সৈকতে, স্বপ্নিল আবহে বাগদান সারলেন আদর জৈন, আংটি পরালেন দীর্ঘদিনের প্রেমিকাকে
বাগদান সারলেন আদর জৈন। দীর্ঘদিনের প্রেমিকা অলেখা আডবাণীকে স্বপ্নিল আবহে বিয়ের প্রস্তাব দিলেন আদর।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'কয়েদি ব্যান্ড' ও 'হ্যালো চার্লি' ছবি খ্যাত অভিনেতা আদর জৈন এবার শেয়ার করলেন তাঁর সমুদ্র সৈকতে প্রেম প্রস্তাব দেওয়ার ছবি।
জীবনের প্রথম 'ক্রাশ' যে অর্থাৎ যাঁকে দেখে প্রথম প্রেমে পড়েছিলেন, যাঁকে নিজের প্রিয় বন্ধু বানিয়েছেন, তাঁর আঙুলেই পরালেন আংটি।
ছবিগুলিতে আদরকে দেখা গেল সাদা ও নীল স্ট্রাইপ শার্ট আর প্যান্ট পরে। হাঁটু মুড়ে বসে প্রেমিকার হাত ধরে তাঁর সঙ্গে বাকি জীবন একসঙ্গে কাটানোর প্রস্তাব দিলেন।
আপ্লুত প্রেমিকা অলেখাও সম্মতি জানিয়েছেন প্রেমিকের সামনে বসে পড়েই। হলুদ ড্রেসে মোহময়ী লাগছিল তাঁকে।
আদরের কীর্তিতে যে অভিভূত, আবেগঘন অলেখা তা ছবি থেকেই স্পষ্ট। চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।
চারিদিকে বালি, তার মধ্যে গোলাপের পাপড়ি দিয়ে তৈরি হৃদয়ের চিহ্ন। সেখানে দাঁড়িয়েই তৈরি হল মোহিত করার মতো মুহূর্ত।
এর পাশেই দেখা গেল, আলো দিয়ে সাজিয়ে লেখা 'Marry Me'। অর্থাৎ 'আমাকে বিয়ে করো!' চোখ ধাঁধানো সেসব ছবি।
একগুচ্ছ ছবি পোস্ট করে আদর লেখেন, 'আমার প্রথম ক্রাশ, আমার প্রিয় বন্ধু থেকে এখন, আমার সবকিছু।' অলেখা লেখেন, 'স্বপ্ন সত্যি হওয়ার মুহূর্ত'।
আদর ও অলেখাকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের তুতো দিদি করিনা কপূর খান ও করিশ্মা কপূর। শুভেচ্ছা জানিয়েছেন ঋদ্ধিমা কপূর, অংশুলা কপূর, রসিকা দুগল, অভিষেক বচ্চন, জিবরান খান, অমৃতা রাও, অনাইতা শ্রফ প্রমুখ তারকারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -