Kareena Kapoor Khan: 'তৃতীয় সন্তান'-এর জন্য আইনি জটে করিনা কপূর! কী জানাচ্ছেন অভিনেত্রী?
ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ অভিনেত্রী করিনা কপূর খান (Kareena Kapoor Khan)-এর বিরুদ্ধে! আপত্তি উঠল তাঁর লেখা 'দ্য প্রেগনেন্সি বাইবেল' বইটি নিয়ে! ঠিক কী ঘটেছে?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশোনা যাচ্ছে, আইনজীবী ক্রিস্টোফার অ্যান্টনি করিনার বিরুদ্ধে অভিযোগ এনেছেন খ্রীষ্টধর্মের ওপরে আঘাত হানার। বইয়ের নামের মধ্যে 'বাইবেল' শব্দটিই তাঁর আপত্তির মূল কারণ।
গত মে মাসে মধ্যপ্রদেশ হাইকোর্টে ক্রিস্টোফার অ্যান্টনি করিনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন খোদ করিনাই।
অভিযোগ ছিল, বাইবেল খ্রীষ্টানদের সবচেয়ে পবিত্র বই। নিজের অন্তঃসত্ত্বা থাকাকালীন সময়ের সঙ্গে বাইবেলের তুলনা করে করিনা খীষ্টানদের ভাবাবেগে আঘাত করেছেন।
এরপরে, করিনা তাঁর আইনজীবী দিব্যা কৃষ্ণা বিল্লাইয়া ও নিখিল ভট্টের মাধ্যমে জানিয়েছেন, ধর্মীয় ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না তাঁর
করিনা আরও জানিয়েছেন, অন্তঃসত্ত্বা থাকাকালীন যে সমস্ত সহজ এবং কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, তার সমস্তই তিনি লিখে রেখেছেন এই বইতে।
করিনার কথায়, 'কোনও কোনও দিন আমি কাজে যাওয়ার জন্য ছটফট করতাম। কোনও কোনও দিন আবার বিছানা থেকেও উঠতে পারতাম না। এই গোটা সফরটাই বইতে লিপিবদ্ধ রয়েছে।'
করিনা উল্লেখ করেছেন এই বই তাঁর কাছে তৃতীয় সন্তানের মতোই এবং এই বইয়ের দ্বারা তিনি কখনও কোনও জাতি ধর্ম বা ব্যক্তিকে আঘাত করতে চাননি।
মধ্যপ্রদেশ হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৯ সেপ্টেম্বর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -