Karisma Kapoor Birthday: অভিনয় ছাড়া আর কোন কোন কাজ করেন করিশ্মা? জানুন এরকম অজানা অনেক তথ্য

করিশ্মা কপূর

1/10
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী করিশ্মা কপূরের। জন্মদিনে একনজরে দেখে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য।
2/10
অনেকেই মনে করেন করিশ্মা কপূরের ডাক নাম লোলো তাঁর মা ববিতা কপূর এই জন্য দিয়েছিলেন যে, তিনি হলিউড অভিনেতা লোলোব্রিগডাকে খুব পছন্দ করতেন বলে। কিন্তু আসলে তা নয় একেবারেই। লোলো একধরনের মিষ্টি। সিন্ধি ভাষায় যাকে লোলি বলা হয়ে থাকে।
3/10
করিশ্মা কপূরের কেরিয়ারে অন্যতম জনপ্রিয় ছবি 'রাজা হিন্দুস্তানি'। অথচ, এই ছবির জন্য প্রথমে তাঁকে ভাবাই হয়নি। বরং নির্মাতারা চেয়েছিলেন ঐশ্বর্য রাই এই ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করুন।
4/10
একইরকমভাবে ১৯৯৭ সালে মুক্তি পাওয়া 'দিল তো পাগল হ্যায়' ছবিটির ক্ষেত্রেও তাই ঘটে। রবিনা ট্যান্ডন, জুহি চাওলা, কাজল, মনীষা কৈরালা কাউকেই যখন পাওয়া যায়নি, তখন প্রস্তাব যায় করিশ্মা কপূরের কাছে। আর ওই ছবিতে অভিনয় করে দর্শকদের মন জিতে নেন তিনি। জেতেন পুরস্কারও।
5/10
আবার এর উল্টো ঘটনাও রয়েছে। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া 'ইশক' ছবিতে জুহি চাওলার চরিত্রটি করার কথা ছিল করিশ্মা কপূরের। তিনি না করায় নির্মাতারা বেছে নেন জুহিকে।
6/10
একাধিক হিট ছবির প্রস্তাব ছেড়েছিলেন করিশ্মা। যেগুলোতে অভিনয় করে অন্য অভিনেত্রীরা জনপ্রিয়তার শিখরে পৌঁছন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, 'গুপ্ত' ছবিতে মনীষা কৈরালার চরিত্র, 'অশোকা' ছবির করিনা কপূরের চরিত্র। দুটো ক্ষেত্রেই নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন করিশ্মা।
7/10
করিশ্মা কপূরের অনুরাগীর সংখ্যা কম নয়। কিন্তু জানেন কি স্বয়ং করিশ্মা কপূর বলিউডের কোন অভিনেত্রীর অত্যন্ত অনুরাগী? মাধুরী দীক্ষিতের। পরবর্তীকালে 'দিল তো পাগল হ্যায়' ছবিতে শুধু একসঙ্গে অভিনয়ই করেননি, নিজের আইডলের কাঁধে কাঁধ মিলিয়ে দর্শকদের মনও জেতেন।
8/10
শুধু তো বড় পর্দায় নয়, করিশ্মা কপূরের কেরিয়ার ছোট পর্দাতেও বিস্তৃত। ২০১৩ সালে তিনি 'করিশ্মা দ্য মিরাক্যল অফ ডেস্টিনি'র মুখ্য চরিত্রে অভিনয় করেন।
9/10
শুধু ছোট পর্দা কিংবা বড় পর্দাতেও করিশ্মা কপূরকে বেঁধে রাখা যায়নি। তিনি রেডিও জকি হিসেবেও নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন। একটি জনপ্রিয় এফএম স্টেশনের 'বিগ মেমসাব' নামের একটি অনুষ্ঠান করতেন তিনি। যা অত্যন্ত জনপ্রিয়তা পায়।
10/10
অভিনয় ছাড়া করিশ্মা কপূরের জীবনের সবথেকে পছন্দের জিনিস পেট ভরে খাওয়া। তা যেমন সুস্বাদু হতে হবে আবার স্বাস্থ্যকরও হতে পারে। যদি ভারতীয় খাবারের কথা বলা হয়, তাহলে তিনি উত্তর ভারতের খাবার খেতে পছন্দ করেন। আর আন্তর্জাতিক স্তরে তাঁর সবথেকে পছন্দের ইতালীয় খাবার। করিশ্মা কপূরকে জন্মদিনের শুভেচ্ছা।
Sponsored Links by Taboola