Kartik Aryan: চড় মারতে হবে পরেশ রাওয়ালকে! ঘেমে-নেয়ে একসা হলেন ‘শেহজাদা’ কার্তিক
যাতে হাত দিচ্ছেন তা-ই সোনা হয়ে যাচ্ছে। বলিউডে লম্বা রেসের ঘোড়া হয়ে উঠেছেন কার্তিক আরিয়ান। ‘শেহজাদা’ ছবি নিয়ে আসছেন এ বার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিন্তু সেই ছবিতে অভিনয় করতে গিয়ে থমকালেন কার্তিক। অভিনয় শক্ত ছিল বলে নয়, সহ অভিনেতা পরেশ রাওয়ালকে চড় মারার দৃশ্যে অভিনয় করতে গিয়ে ঘাবড়ে গেলেন।
বৃহস্পতিবার মুম্বইয়ে ‘শেহজাদা’ ছবির ট্রেলার সামনে আনলেন কার্তিক। নায়িকা কৃতী স্যানন, পরিচালক, প্রযোজকও উপস্থিত ছিলেন।
সেখানেই কারণ খোলসা করলেন কার্তিক। জানালেন, পরেশ রাওয়ালের সঙ্গে কাজ করতে গিয়ে ঘাবড়ে গিয়েছিলেন তিনি।
কার্তিক জানিয়েছেন, ছবিতে একটি দৃশ্যে পরেশ রাওয়ালকে চড় মারার অভিনয় করতে হচ্ছিল তাঁকে। কিন্তু কিছুতেই হাত তুলতে পারছিলেন না তিনি।
কার্তিক জানিয়েছেন, অন্য কেউ হলে হয়ত সমস্যা হত না। কিন্তু পরেশ রাওয়াল থাকায় দৃশ্যের গুরুত্বও বেড়ে যায়।
ওই দৃশ্যে নাকি থতমত খেয়ে যান কার্তিক! যদি সত্যি সত্যি পরেশকে চড় মারতে হয়নি তাঁকে।
বরং এমন অ্যাঙ্গল থেকে ক্যামেরা ধরা হয়, যাতে দর্শকের মনে হয় পরেশকে চড়ই মারলেন কার্তিক।
কিন্তু যদি পরেশ রাওয়ালের গায়ে হাত লেগে যায় ভুল করে! এই চিন্তাই নাকি তাড়িয়ে বেড়াচ্ছিল কার্তিককে!
কিন্তু পরেশই নাকি উদ্ধার করেন কার্তিককে। জানান, অত ভাবনা-চিন্তার কিছু নেই। ছবির ওই দৃশ্য এমন যাতে তিনি পরেশকে সজোরে থাপ্পড় মারেন, তা দেখাতেই হবে। তাই কার্তিককে সজোরেই চড় মারতে হবে বলে বোঝান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -