Vicky-Katrina: ভিকির হাতে হাত রেখে কোথায় চললেন ক্যাটরিনা?
ভিকি কৌশলের হাত ধরে কোথায় চললেন ক্যাটরিনা কাইফ? নেট দুনিয়ায় তাঁদের সাম্প্রতিক ছবি ভাইরাল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএদিন পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন ভিকি-ক্যাটরিনা। তাঁদের দুজনকে ফারহান আখতার ও শিবানী ডান্ডেকরের বাড়ির বাইরে দেখা যায়।
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ দুজনের পরনেই ছিল পার্টির পোশাক। দুই তারকার পোশাক দেখেই নেট নাগরিকরা আন্দাজ করার চেষ্টা করছেন, পার্টি কতটা মজাদার হতে চলেছে।
ফারহান আখতারের বাড়ির বাইরে দুই তারকাকে হাসিমুখে দেখা গেল। হাসিমুখে ক্যামেরায় পোজ দিলেন তাঁরা।
ভিকি কৌশলকে দেখা যায় ক্যাজুয়াল শার্টের সঙ্গে নীল জিনসে। অন্যদিকে ক্যাটরিনা কাইফ পরেছিলেন প্রিন্টেড শর্ট ড্রেস।
দুই তারকাই ছবি শিকারীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান। মুহূর্তে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় ভিকি-ক্যাটরিনার ছবি।
ভিকি-ক্যাটরিনার ছবি দেখে নেট নাগরিকদের মত, বিয়ের পর অভিনেত্রী সৌন্দর্য আরও খানিকটা বেড়ে গিয়েছে। এদিন প্রিন্টেড পোশাকে নজর কাড়ছিলেন ক্যাটরিনা কাইফ।
প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফের হাতে রয়েছে একাধিক ছবি। তাঁকে খুব শীঘ্রই দেখা যেতে চলেছে ''টাইগার থ্রি'', 'মেরি ক্রিসমাস', 'জি লে জারা' ও আরও কিছু ছবিতে।
অন্যদিকে ভিকি কৌশলের হাতেও রয়েছে একাধিক ছবি। 'গোবিন্দা মেরা নাম', ও আরও বেশ কিছু ছবিতে দেখা যাবে অভিনেতাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -