অক্ষয় থেকে ক্যাটরিনা- জানেন কি, বলিউডের এই তারকাদের পড়াশোনা কত দূর?
Continues below advertisement

Katrina kaif to akshay kumar stars did not study from this class
Continues below advertisement
1/6

অক্ষয় কুমার- ডন বস্কোয় পড়াশোনা করেছেন অক্ষয় কুমার। তিনি মুম্বইয়ের কিংস সার্কেলে গুরু নানক খালসা কলেজেও গিয়েছিলেন। কিন্তু ব্যাঙ্ককে মার্শাল আর্ট শেখার জন্য তিনি কলেজ ছেড়েছিলেন তিনি। অভিনেতা অক্ষয় কুমার দশম শ্রেণী উত্তীর্ণ। বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা তিনি। নিজের কাজের জগতে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন তিনি।
2/6
আমির খান- বলিউডের অন্যতম সেরা অভিনেতা আমির খান তাঁর পড়াশোনা বেশ কয়েকটি স্কুলে করেছিলেন। এগুলির মধ্যে রয়েছে জেবি পেটিট স্কুল, মুম্বই, সেন্ট অ্যানি হাইস্কুল, বান্দ্রা, মুম্বই বম্বে স্কটিশ স্কুল, মাহিম ও মুম্বই। তিনি শীঘ্রই বুঝে যান যে, পড়াশোনা তাঁর জন্য নয়। এরপর তিনি সিনেমায় অভিনয় শুরু করেন। আমির খান দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ।
3/6
কঙ্গনা রানাউত- বলিউডের কুইন অভিনেত্রী মাত্র ১৭ বছর বয়সে স্কুলের পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন। প্রথমে তিনি চিকিৎসক হতে চেয়েছিলেন। কিন্তু পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি তিনি। পড়াশোনা ছেড়ে দিল্লি মডেলিং করতে শুরু করেন। নিজের স্বতন্ত্র একটা পরিচয় গড়ে তোলার অদম্য আগ্রহই তাঁকে বলিউডে জায়গা করে দিয়েছে।
4/6
অর্জুন কপূর- দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি অর্জুন কপূর। কারণ, পড়াশোনায় খুব একটা ভালো ছিলেন না তিনি। এরপর বলিউডে পর্দার পিছনে কাজ শুরু করেন। তিনি সিনেমা তারকাদের মতো লিড রোলে কাজ করতে পারতেন না। কারণ, তিনি কিছুটা স্থুলকায় ছিলেন। এরপর সালমন খান তাঁকে পরামর্শ দেন এবং এমন একজন হিসেবে গড়ে তোলেন, যিনি লিড রোলে অভিনয় করতে পারেন। অর্জুন প্রথম ব্রেক পেয়েছিলেন ইশকজাদে সিনেমায়।
5/6
ক্যাটরিনা কাইফ-মাত্র ১৪ বছর বয়সে মডেস হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন ক্যাটরিনা। খুব তাড়াতাড়িই তিনি স্কুল ছেড়ে দিয়েছিলেন। কয়েক বছর পর ভারতে এসে মডেলিং কেরিয়ার জারি রাখেন। পেশায় খ্যাতি পাওয়ার পর তিনি সিনে দুনিয়ায় পা রাখেন এবং সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করেন।
Continues below advertisement
6/6
কাজল- সংবাদমাধ্যমে রিপোর্ট অনুসারে, ছোটবেলায় বেশ দুষ্টু ছিলেন কাজল। তাঁর জন্ম হয়েছিল এক বাঙালি-মরাঠি পরিবারে। তিনি যখন ছোট ছিলেন, তখনই তাঁর বাবা-মা আলাদা হয়ে গিয়েছিলেন। তার বড় হওয়া দিদিমার কাছে। মাত্র ১৬ বছরেই সিনেমার অফার পেয়েছিলেন তিনি। সিনেমা জগতে পা দেওয়ার পর স্কুলের পড়াশোনা শেষ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা আর হয়ে ওঠেনি।
Published at : 28 May 2021 06:50 AM (IST)