'Kothamrito' Premier: কৌশিক গঙ্গোপাধ্যায়-অপরাজিতা আঢ্যর মিষ্টি সম্পর্কের বুননে তৈরি 'কথামৃত' মুক্তি পেল
বড়পর্দায় মুক্তি পেল বহু প্রতীক্ষিত ছবি 'কথামৃত'। হয়ে গেল ছবির প্রিমিয়ার, বসেছিল যেন চাঁদেরহাট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবির মূল চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায় ও অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। এক অসম্পূর্ণ দাম্পত্যের সম্পূর্ণ গল্প বলে এই ছবি।
একজন কথা না বলতে পারা অর্থাৎ মূক মানুষের চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়কে।
তিনি একটি ছোট্ট লাল ডায়েরিতে লিখে রাখেন নিজের মনের সমস্ত কথা। সেই ডায়েরি নাম 'কথামৃত'। তাঁর স্ত্রীর চরিত্রে অভিনেত্রী অপরাজিতা আঢ্য।
গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, নিজেদের পাড়ার আদর্শ স্বামী-স্ত্রী সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখা (অপরাজিতা আঢ্য)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার।
তাঁদের এই ভালবাসায় ভরা পরিবারকে পছন্দ করেন এলাকার সমস্ত মানুষ। সনাতন কথা বলতে পারেন না। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁর মনের ভাব বুঝতে পারেন।
তবে, মনের কথা বলার জন্য তিনি একটি পকেট ডায়েরি সবসময় সঙ্গে রাখেন। সেই ডায়েরিটিকেই তিনি 'কথামৃত' নাম দিয়েছেন।
ছবিতে আরও দুই মুখ্য চরিত্রে অভিনয় করেছেন বিশ্বনাথ বসু ও অদিতি চট্টোপাধ্যায়।
পরিচালক জিৎ চক্রবর্তীর কথায়, 'এটি কৌশিক গঙ্গোপাধ্যায় ও অপরাজিতা আঢ্যের এক অনন্য জীবনের গল্প। মানুষের জীবনে কথা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে এই ছবি। প্রতিটি সম্পর্কের বুননে কথার গুরুত্ব এই কথামৃত।'
ছবিটি মুক্তি পেয়েছে 'জালান প্রোডাকশন'-এর ব্যানারে, প্রযোজক প্রীতম জালানের প্রযোজনায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -