Kavita Krishnamurthy Birthday: হাতেখড়ি রবীন্দ্রসঙ্গীতে, ৯ বছরে প্রথম প্লেব্যাক, বলিউডে বিস্মৃত কবিতা
প্রতিভার তুলনায় বলিউডে সে ভাবে কদর পাননি। কবিতা কৃষ্ণমূর্তির কথা উঠলেই একবাক্যে সে কথা মেনে নেন মায়ানগরীর অনেকেই। কিন্তু কারও প্রতি কোনও অনুযোগ, অভিমান নেই শিল্পীর। বরং স্রোতে গা না ভাসিয়ে নিজের মতো করে বেঁচে থাকাতেই আনন্দ পান তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনয় নয় করে জীবনের ৬৪টি বছর কাটিয়ে ফেলেছেন কবিতা। আর এর সিংহভাগ জুড়েই রয়েছে সঙ্গীত। মাত্র ন’বছর বয়সে লতা মঙ্গেশকরের সঙ্গে গান গাওয়ার সুযোগ পান। তবে খ্যাতির শীর্ষে থেকেও কখনও ব্যক্তিগত পরিসরে ঢুকতে দেননি বাইরের কাউকে।
দি্ল্লিতে বসবাসকারী তামিল আইয়ার পরিবারে জন্ম কবিতার। আসল নাম সারদা কৃষ্ণমূর্তি। বাবা ছিলেন সরকারি কর্মী। ইন্ডিয়ান ফরেন সার্ভিসেস-এ যোগ দেওয়ার স্বপ্ন ছিল কবিতার।
কিন্তু কাকিমার কাছে চোট্ট বয়সেই রবীন্দ্রসঙ্গীতে হাতেখড়ি হয়। ধীরে ধীরে গানই হয়ে ওঠে শখ এবং নেশা। হিন্দুস্তানি ক্লাসিক্যালের প্রশিক্ষণ রয়েছে কবিতার।
মায়ানগরীতে গানের সুযোগ পেতে মুম্বই যান কবিতা। তবে পড়াশোনা ছাড়েননি। সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন।
তবে ১৯৭১ সালে প্রথমে লতা মঙ্গেশকরের সঙ্গে একটি বাংলা গান গেয়েই প্লেব্যাকে হাতেখড়ি হয় কবিতার। হেমন্ত মুখোপাধ্যায়ের কবিতার গানের গলা খুব পছন্দ হয়। মঞ্চে একসঙ্গে গাওয়ার সুযোগ দেন। সেই সূত্রে মান্না দের চোখে পড়েন এবং বিজ্ঞাপনে জিঙ্গল গাওয়ার সুযোগ মেলে।
কাকিমার সূত্রেই হেমা মালিনীর মা জয়া চক্রবর্তীর সঙ্গে পরিচয় কবিতার। সুরকার জুটি লক্ষ্মীকান্ত-প্যারেলালের লক্ষ্মীকান্তের সঙ্গে তিনি কবিতার আলাপ করিয়ে দেন। প্রথম কয়েক বছর মাটি কামড়ে পরে থাকার পর ১৯৮৭ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ ছবিতে ‘হাওয়া হাওয়াই’ গানটি গাওয়ার সুযোগ পান কবিতা।
এর পর আর পিছন ফিরে তাকাতে হয়নি কবিতাকে। ৯০-এর দশকে বলিউডের অন্যতম শীর্ষ গায়িকা হিসেবে জনপ্রিয় ছিলেন কবিতা। ‘১৯৪২: আ লাভ স্টোরি’, ‘ইয়ারানা’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’, ‘হম দিল দে চুকে সনম’-এর মতো একাধিক সুপারহিট ছবিতে গান গেয়েছেন কবিতা।
ভায়োলিন বাদক তথা সঙ্গীতশিল্পী এল সুব্রহ্মণ্যমের সঙ্গে ১৯৯৯ সালে সাতপাকে বাঁধা পড়েন কবিতা। ধীরে ধীরে হিন্দি ছবিতে কবিতার গাওয়া গানের সংখ্যা কমে আসে। অলকা ইয়াগনিকের সঙ্গে তাঁর রেষারেষির কথা শোনা গেলেও, কবিতা সে সবকে ধর্তব্যের মধ্যেই আনতে চান না। দেশ-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে, ছোট ছেলেমেয়েদের গানের তালিম দিয়েই সময় কেটে যায় তাঁর।
স্বামীর আগের পক্ষের চার সন্তানকে নিয়েই সংসার কবিতার। নিজের মোবাইল অ্যাপ রয়েছে তাঁর। তাঁর গাওয়া জনপ্রিয় গানের মধ্যে অন্যতম হল ‘বম্বে’ ছবির ‘তু হি রে’, ‘খামোশি: দ্য মিউজিক্যাল’ ছবির ‘আজ ম্যাঁয় উপর’, ‘হম দিল দে চুকে সনম’ ছবির ‘হম দিল দে চুকে সনম’, ‘১৯৪২: আ লাভ স্টোরি’ ছবির ‘প্যায়ার হুয়া চুপকে সে’।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -