Republic Day: বাড়িতে কীভাবে প্রজাতন্ত্র দিবস উদযাপন করবেন?
করোনার তৃতীয় ঢেউয়ে প্রতিদিন বহু মানুষ সংক্রমিত হচ্ছেন। তাই এই বিশেষ দিন উদযাপন করুন ভার্চুয়ালি। পরিবারের সদস্য, বন্ধু এবং প্রিয়জনদের সঙ্গে প্রজাতন্ত্র দিবস কীভাবে বাড়িতেই উদযাপন করবেন, দেখে নেওয়া যাক
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রজাতন্ত্র দিবসের সকাল থেকেই বিভিন্ন চ্যানেলে প্যারেড দেখানো হবে। দিল্লির রাজপথেবিশেষ প্যারেড দেখতে পারেন সপরিবারে। যদি বাড়িতে টিভির কেবল কানেকশন নাও থাকে, তাহলেও দেখতে পাবেন। নিজের স্মার্টফোন থেকে লাইভ টিভি চালিয়ে নিন। আর দেখে নিন। বাড়ির বড় থেকে খুদে সদস্যদের সঙ্গে নিয়ে প্রজাতন্ত্র দিবসের প্যারেড দেখুন।
প্রজাতন্ত্র দিবসে প্রতিটা চ্যানেলেই নানা দেশাত্মবোধক ছবি দেখানো হয়। সারাদিন বাড়িতে প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সঙ্গে সঙ্গে পছন্দের সিনেমা দেখতে পারেন।
যদি কোনও চ্যানেলেই আপনার পছন্দের সিনেমা না হয়, তাহলেও কোনও চিন্তা নেই। স্মার্টফোনে নিজেই চালিয়ে নিন। আর উপভোগ করুন। সংক্রমণের চিন্তাও থাকল না। 'উরি- দ্য সার্জিকাল স্ট্রাইক', 'রাজি' কিংবা 'রং দে বাসন্তী' অথবা 'স্বদেশ'-এর মতো ছবি দেখুন। অথবা আপনার যে ছবি দেখতে ভালো লাগে।
বাড়ির বাইরে বেরলে করোনা সংক্রমণের আশঙ্কা। এই বিশেষ দিনটা বাড়িতে দেশাত্মবোধক গান চালাতে পারেন। 'বর্ডার' ছবির 'সন্দেশে আতে হ্যায়' হোক কিংবা 'রাজি' ছবি 'অ্যায় ওয়াতন', অথবা 'মা তুঝে সালাম'-এর মতো একাধিক গান চালিয়ে শুনতে পারেন।
২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে বাড়ির পরিবেশটাকেই বদলে দিন। তেরঙ্গার রঙে সাজিয়ে তুলুন নিজের বাড়িটিকে।
পরিবারের সকলে মিলে জাতীয় সঙ্গীত গেয়েও দিনটাকে উদযাপন করতে পারেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -