Khelna Bari: মাহি আর আরাত্রিকার পুতুলের সংসার বদলে দেবেন বিশ্বজিৎ? আসছে 'খেলনাবাড়ি'

খেলনা বাড়ি

1/10
এই গল্প এক পুতুলের সংসার নিয়ে। নামটাও মানানসই.. খেলনাবাড়ি। পুতুল বানিয়ে সংসার চালানো দুটি মেয়ের গল্প, তাদের একজন যুবতী হলেও অপরজন নেহাত একরত্তি।
2/10
জি বাংলায় (Zee Bangla) ১৬ তারিখ থেকে সন্ধে সাড়ে ৬টায় টেলিকাস্ট হবে নতুন ধারাবাহিক 'খেলনাবাড়ি' (Khelna Bari)।
3/10
১৬ বছর বয়সে তাঁর বাবাকে হারায় গল্পের নায়িকা মিতুল (Mitul)। সে সিদ্ধান্ত নেয়, বাবার কাজকেই এগিয়ে নিয়ে যাবে সে। পুতুল বানিয়ে সংসার চালানোর সিদ্ধান্ত নেয় মিতুল। কেবল মিতুল একা নয়, তাঁর সঙ্গে একরত্তি খুদে মেয়ে। নাম গুগলি। সেও মিতুলের জীবন জুড়ে রয়েছে অনেকটাই।
4/10
এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যাবে আরাত্রিকা মাইতিকে (Aratrika Maity)। ধারাবাহিকে নায়কের ভূমিকায় দেখা যাবে অভিনেতা বিশ্বজিৎ ঘোষ-কে (Biswajit Ghosh)। এখানে তাঁর চরিত্রের নাম ইন্দ্রজিৎ লাহিড়ী (Biswajit Ghosh)।
5/10
বেশ কিছুদিন পরে ফের ছোটপর্দায় মুখ্যচরিত্রে ফিরছেন বিশ্বজিৎ। এখানে তাঁর চরিত্র একজন ব্যবসায়ীর।
6/10
পুতুলদের গ্রামে একটি রিসর্ট বানাতে চায় সে। সবাই রাজি হয়ে গেলেও তাকে মিতুলকে টাকা পয়সা বা কোনও ভরসাতেই রাজি করাতে পারে না ইন্দ্রজিৎ। তারপর?
7/10
গল্পের নায়ক ইন্দ্রজিতের কিন্তু দৃঢ় বিশ্বাস, মেয়েরা কোনও কিছুতেই সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এর কারণ অবশ্য তাঁর অতীতের তিক্ত অভিজ্ঞতা। মিতুল তাঁর জীবনে পা রেখে কী বদলে দেবে সেই ধারণা?
8/10
বিস্তর ফারাক এই জুটির মধ্যে কেমন হবে প্রেমের গল্প? বাধা হয়ে আসবে কী কী সমস্য়া? সেই গল্প লুকিয়ে 'খেলনাবাড়ি' গল্পে। ধারাবাহিকে গুগলির চরিত্রে অভিনয় করছেন মাহি সিংহ।
9/10
ছোটপর্দায় 'খেলনাবাড়ি' ধারাবাহিকের পরিচালনা করছেন স্নেহাশীষ জানা। এই ধারাবাহিকের দেখানো হবে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক 'পিলু'-র স্লটে। তবে 'পিলু' ধারাবাহিক শেষ হচ্ছে না। তার সময় পরিবর্তন হয়ে যাচ্ছে মাত্র।
10/10
এর আগে সান বাংলায় ধারাবাহিকে অভিনয় করতেন আরাত্রিকা। আর এখন তিনি জি বাংলা ধারাবাহিকের প্রধান মুখ
Sponsored Links by Taboola