New Serial: পেটপুজো থেকে প্রেমের শুরু, নতুন গল্প নিয়ে আসছেন রাহুল-দীপান্বিতা
কথায় বলে, বাঙালির মনের রাস্তা নাকি পেটের মধ্যে দিয়ে আসে। অর্থাৎ বাঙালি ভোজনপ্রিয়। এই গল্প একটি ছেলে, একটি মেয়ে আর জিভে জল আনা সুস্বাদু সব বাঙালি খাবারের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশুরু হচ্ছে নতুন ধারাবাহিক 'খুকুমণি হোম ডেলিভারি'। এই গল্প এমন এক মেয়ের, রান্না যার নেশা ও পেশা। নিয়ম করে কৌটোবন্দি স্বাদকোরক সবার বাড়ি বাড়ি পৌঁছে দেয় সে।
করোনা পরিস্থিতিতে আমরা কমবেশি সবাই পরিচিত হয়েছি 'হোম ডেলিভারি'-র সঙ্গে। গল্পে 'খুকুমণি'-র পেশা ও তাই। কিন্তু এই পেশাই বদলে দেয় তার জীবন।
ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন দ্বীপান্বিতা রক্ষিত। এই ধারাবাহিকের হাত ধরেই অভিনয়ের দুনিয়ায় পা রাখছেন তিনি। অন্যদিকে তাঁর বিপরীতে অভিনয় করবেন রাহুল মজুমদার। এর আগে ধারাবাহিক ‘ভাগ্যলক্ষ্মী’তে অভিনয় করেছেন তিনি।
সাংবাদিক সম্মেলনে খুকুমণি ওরফে দ্বীপান্বিতা জানান, বাড়িতে তিনি নীচু গলায় কথা বলেন। সেটাই নাকি তাঁর অভ্যাস। কিন্তু সেটে এসে চরিত্রের প্রয়োজনে গলা তুলেই কথা বলতে হচ্ছে তাঁকে। উঁচু গলায় কথা বলা অভ্যাস করতে একটু বেগ পেতে হচ্ছে বৈকি।
নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন ‘বিহান’ ওরফে রাহুলও। পর্দায় তাঁর চরিত্র সেতার বাজাতে ভালোবাসে। কিন্তু বিহান বদমেজাজি। তাঁকে বস করার একমাত্র উপায় ভালোমন্দ রান্না।
বিহানের পছন্দের খাবারেই কি তার মন জয় করবে খুকুমণি? সেই উত্তর মিলবে ধারাবাহিকের গল্পে। তবে বাস্তব জীবনে রান্না করতে ভালোবাসেন দ্বীপান্বিতাও।
ধারাবাহিকের প্রোমোয় অবশ্য প্রেমের চিহ্নমাত্র দেখা যায়নি বিহান ও খুকুমণির মধ্যে। বরং বিহানের সেতার বাজানোর সময় খুকুমণি তার ঘরে ঢুকে পড়লে তাকে মারতে উদ্যত হয় বিহান!
বিহানের বাড়িতে খুকুমণির রান্নার কদর। কিন্তু মা-হারা বিহানকে সামলাতে হিমসিম তার বাড়ির লোকেরা। সুতরাং তাকে খাওয়ানোর দায়িত্ব পড়ে নায়িকা খুকুমণির ওপর। ১ নভেম্বর থেকে সোম থেকে রবি রোজ দেখা যাবে সন্ধে সাড়ে ছটায়। ধারাবাহিক ‘দেশের মাটি’-র সময়ে।
খুকুমণির রান্নার স্বাদ কী বিহানের মন কাড়বে? সেই উত্তর দেবে ধারাবাহিকের গল্প। কেবল সাংবাদিক সম্মেলনে দ্বীপান্বিতা জানালেন, কাজের বাইরে রান্নাই তাঁর অবসর যাপনের প্রিয় উপায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -