Lakme Fashion Week: কার্তিক আরিয়ানের সঙ্গে র্যাম্পে কিয়ারা আডবাণী
ল্যাকমে ফ্যাশন উইকে দেখা গেল বলিউড তারকা কিয়ারা আডবাণী ও কার্তিক আরিয়ানকে। দুজনেই ফ্যাশন ডিজাইনার মণীষ মালহোত্রর জন্য মার্জার সরণীতে হাঁটলেন। (Photo Credit: Manav Manglani)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ফ্যাশন শো-তে কিয়ারা ও কার্তিকের মধ্যে জবরদস্ত কেমিস্ট্রিও দেখা গেল।
সেই সঙ্গে র্যাম্পে শো স্টপারদের সঙ্গে পোজ দিতে দেখা গেল মণীশ মালহোত্রকেও।
ছবিতে দেখা যাচ্ছে, ফ্যাশন শো-তে কিয়ারা সিলভার আউটফিটস রিপ্রেজেন্ট করেছেন। এই লুকে তাঁকে বেশ নজরকাড়া দেখিয়েছে।
সেই সঙ্গে কিয়ারাকে ব্যাকলেস চোলিও তুলে ধরেছেন।
এই লুকের সাপোর্টে বিশেষ মেকআপ করেছিলেন।
কিয়ারাকে যেখানে রূপোলি রঙের বেশে দেখা গেল, সেখানে কার্তিককে দেখা গেল কালো পোশাকে। ওই পোশাকে ছিল হরিণের প্রিন্ট।
মার্জার সরণীকে ফ্যাশন উইকের থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে, আর এতে কিয়ারা-কার্তিক ও মণীষ ত্রয়ীর জাদু যেন আরও বেশি চোখে পড়েছে।
উল্লেখ্য, মণীষ সম্প্রতি তাঁর লেটেস্ট কালেকশন লঞ্চ করেছেন। এই কালেকশনের নাম নুরানিয়ত।
image 10
সেলেবরা মণীষের এই কালেকশনের জমিয়ে প্রোমোট করেছেন। সম্প্রতি সারা আলি খানও মণীষের জন্য ফটোশ্যুট করেছিলেন।
শো-এর পর মিডিয়ার মুখোমুখি হয়ে পোজও দিলেন কিয়ারা।
উল্লেখ্য, মণীষ কিয়ারার সবচেয়ে পছন্দের ডিজাইনার। পার্টিতে প্রায়ই কিয়ারাকে মণীষের আউটফিটেই দেখা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -