Kiara Advani: কিয়ারা আডবাণীকে নিয়ে অনুরাগীদের প্রবল আগ্রহ! রইল অভিনেত্রী সম্পর্কে বিশেষ কিছু তথ্য

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

1/10
বলিউডের এই মুহূর্তের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণী। তাঁর অনুরাগীর সংখ্য়া যেমন কম নয়, তেমনই তাঁকে ঘিরে সাধারণ মানুষের আগ্রহও কম নয়। গুগলে সার্চ হওয়া কিয়ারা সম্পর্কে নানা প্রশ্নে উত্তর রইল।
2/10
কিয়ারা আডবাণীর বয়স: তিনি ২৯ বছর বয়সের নায়িকা। ৩১ জুলাই ১৯৯২ সালে জন্মগ্রহণ করেন তিনি।
3/10
কিয়ারা আডবাণীর মা: জেনেভিভ আডবাণী। তাঁর মা পেশায় একজন শিক্ষিকা। কিয়ারার বাবার নাম জগদীশ আডবাণী। তিনি একজন সিন্ধি ব্যবসায়ী।
4/10
কিয়ারা আডবাণীর প্রেমিক: বলিপাড়ায় কান পাতলে শোনা যায় অভিনেতা সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তাঁরা একসঙ্গে ছুটিও কাটাতে যান। একাধিকবার বিমানবন্দরে ক্যামেরাবন্দি হয়েছেন তাঁরা।
5/10
কিয়ারা আডবাণীর সিনেমা: বলিউডে পা রাখেন কবীর সদানন্দের ২০১৪ সালের কমেডি 'ফাগলি'র হাত ধরে। এরপর ২০১৬ সালে 'এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' ছবিতে সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে অভিনয় করে নজর কাড়েন কিয়ারা। এরপর তাঁর অপর উল্লেখযোগ্য কাজ, নেটফ্লিক্সের 'লাস্ট স্টোরিজ'। এরপর 'কবীর সিং', 'গিল্টি', 'লক্ষ্মী', 'শেরশাহ' ছবিতে অভিনয় করেছেন।
6/10
কিয়ারা আডবাণীর উচ্চতা: তিনি ১.৫৭ মিটার অর্থাৎ প্রায় ৫ ফুট ২ ইঞ্চি লম্বা।
7/10
কিয়ারা আডবাণীর আসল নাম: সিনেমার দুনিয়ায় পা রাখার আগে কিয়ারার নাম ছিল আলিয়া। কিন্তু তাঁর আগেই বলিউডে নাম লিখিয়েছিলেন আলিয়া ভট্ট। একই ইন্ডাস্ট্রিতে দুই অভিনেত্রী এক নামের থাকা শ্রেয় নয় বলেই নিজের নাম বদলে নেন তিনি।
8/10
কিয়ারা আডবাণীর মোট সম্পত্তি: কিয়ারা আডবাণীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ২৩ কোটি টাকা। তাঁর বার্ষিক আয় ২ থেকে ৩ কোটি টাকা। মাসিক আয় প্রায় ৩০ লক্ষ টাকা।
9/10
আজই বান্দ্রায় ডাবিং সেরে বের হতেই পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন কিয়ারা।
10/10
কিয়ারা আডবাণীর হাতে রয়েছে 'ভুল ভুলাইয়া ২', 'যুগ যুগ জিও' ইত্যাদি ছবি।
Sponsored Links by Taboola