Kiara Advani: 'কবীর সিংহ' থেকে 'শেরশাহ', বলিউডে কিয়ারা আডবাণীর 'সিনে সফর'
Kiara Advani Pictures: বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আডবাণী। একের পর এক ছবি থেকে বিজ্ঞাপন সর্বত্রই তিনি নজরে পড়েন। মুক্তির অপেক্ষায় তাঁর ছবি সত্যপ্রেম কি কথা। এক নজরে তাঁর বলিউড যাত্রা।
ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম
1/10
বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম আলিয়া আডবাণী ওরফে কিয়ারা আডবাণী। কাজ করেছেন হিন্দি ও তেলুগু ছবিতে।
2/10
২০১৪ সালে মুক্তি পায় 'ফাগলি'। এই ছবির হাত ধরেই অভিনয় জগতে পা রাখেন কিয়ারা।
3/10
২০১৬ সালে তাঁকে 'এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' ছবিতে সাক্ষী রাওয়াতের চরিত্রে সুশান্স সিংহ রাজপুতের সঙ্গে অভিনয় করেন।
4/10
২০১৭ সালে মুক্তি পায় তাঁর তৃতীয় ছবি 'মেশিন'।
5/10
২০১৮ সালে তাঁকে 'লাস্ট স্টোরিজ' ছবিতে ভিকি কৌশলের বিপরীতে অভিনয় করতে দেখা যায়।
6/10
২০১৯ সালে একাধিক হিন্দি ছবিতে দেখা যায় কিয়ারাকে। একাধারে মুক্তি পায় 'কলঙ্ক', 'কবীর সিংহ', 'গুড নিউজ'।
7/10
'কবীর সিংহ'-এর বক্স অফিস সাফল্য কিয়ারাকে খ্যাতির চূড়ায় পৌঁছে দেয়।
8/10
২০২১ সালে মুক্তি পায় 'শেরশাহ'। সিদ্ধার্থ মলহোত্রর সঙ্গে এই ছবিতে অভিনয় করেন তিনি।
9/10
২০২২ সালও কিয়ারার জন্য বেশ পয়া ছিল। 'ভুল ভুলাইয়া ২' ছবি মুক্তি পায় এবং বক্স অফিসে ঝড় তোলে।
10/10
তাঁর শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'গোবিন্দা নাম মেরা' ওটিটিতে আসে। মুক্তি পায় 'যুগ যুগ জিও' ছবিও।
Published at : 17 Jan 2023 08:44 PM (IST)