Kiara Advani: 'ফাগলি' থেকে 'যুগ যুগ জিও', এক ঝলকে কিয়ারার অভিনয় সফর

ছবি সৌজন্য: ইনস্টাগ্রাম

1/10
মুক্তির অপেক্ষায় বরুণ ধবন ও কিয়ারা আডবাণী অভিনীত 'যুগ যুগ জিও'। সম্প্রতি তাঁদের একসঙ্গে দেখা গেল।
2/10
সম্প্রতি মুক্তি পেয়েছে কিয়ারার অপর ছবি 'ভুল ভুলাইয়া ২'। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছে এই ছবি।
3/10
২০১৪ সালে অভিনয় যাত্রা শুরু করেন কিয়ারা আডবাণী। 'ফাগলি' ছবি দিয়ে।
4/10
২০১৬ সালে 'এম. এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি' ছবিতে সাক্ষী রাওয়াতের চরিত্রে অভিনয় তাঁকে জনপ্রিয়তা এনে দেয়।
5/10
২০১৮ সালে কর্ণ জোহরের পরিচালনায় 'লাস্ট স্টোরিজ' অ্যান্থলজিতে সাহসী চরিত্রে অভিনয় করে একসঙ্গে প্রশংসা ও বিতর্ক দুইই পান কিয়ারা।
6/10
শুধু হিন্দি ছবিই নয়। কাজ করেছেন কিছু দক্ষিণী ছবিতেও। 'ভারত আনে নেনু', 'বিনয় বিধেয় রামা' তার অন্যতম।
7/10
২০১৯ সালে তাঁর অন্যতম জনপ্রিয় ছবি 'কবীর সিংহ'। এই ছবিতেও তাঁর চরিত্র বেশ সমালোচিত হয়েছিল।
8/10
বড়পর্দার সঙ্গে ওটিটিতেও একইসঙ্গে কাজ করেছেন তিনি। 'গিল্টি', 'মাসাবা মাসাবা', 'ইন্দু কি জওয়ানি' প্রভৃতি তার উদাহরণ।
9/10
২০২১ সালের অন্যতম চর্চিত ছবি 'শেরশাহ'তে সিদ্ধার্থ মলহোত্রের বিপরীতে দেখা যায় তাঁকে।
10/10
বলিউডে কান পাতলেই শোনা যায় কিয়ারা ও সিদ্ধার্থ সম্পর্কে রয়েছেন। তবে জনসমক্ষে কখনও সেই কথা স্বীকার করেননি কেউই।
Sponsored Links by Taboola