KL Rahul-Athiya Shetty Photo:ডেটিংয়ের জল্পনার মধ্যে রোমান্টিক ছবি শেয়ার রাহুল ও আথিয়ার
KL Rahul-Athiya Shetty Photo
1/7
বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টিকে তাঁর বয়ফ্রেন্ড ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে মাঝেমধ্যেই দেখা যায়।
2/7
এছাড়া সোশ্যাল মিডিয়াতেও তাঁরা একে অপরের সঙ্গে ছবি শেয়ার করতে পিছপা হন না। সদ্যই তাঁরা দুজন খুবই রোম্যান্টিক ছবি সোশ্যাল মিডিয়াতে শ্যুট করেছেন।
3/7
টিনসেল টাউনে বেশ কিছুদিন ধরেই দুজনের ডেটিং নিয়ে গুঞ্জন চলছে। যদি কেএল রাহুল বা আথিয়া শেট্টি, কারুর পক্ষ থেকেই এ ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।
4/7
উল্লেখ্য, এই ছবি দুজনের ব্র্যান্ডের জন্য ফটোশ্যুটের। ছবি তাঁদের সম্পর্কের রয়ায়ন বেশ স্পষ্ট।
5/7
কিছুদিন আগেই কেএল রাহুলের জন্মদিন উপলক্ষে আথিয়া তাঁর ও রাহুলের কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন। এভাবে কে এল রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন আথিয়া। ছবি শেয়ার করে আথিয়া লিখেছিলেন, তোমার প্রতি আমি কৃতজ্ঞ, জন্মদিনের শুভেচ্ছা।
6/7
তাঁদের দুজনের মধ্যে ডেটিংয়ের জল্পনার মধ্যে তাঁদের নতুন বছরকে স্বাগত জানানোর ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন।
7/7
আথিয়াকে শেষবার মোতিচুর চাকনাচুর সিনেমায় নওয়াজউদ্দিন সিদ্দিকের সঙ্গে দেখা গিয়েছিল। তবে তিনি তাঁর আগামী কোনও সিনেমার কথা এখনও ঘোষণা করেননি।
Published at : 17 Jun 2021 01:13 PM (IST)