New Web Series: 'আর্টিস্ট' তৈরির নয়া ঠিকানা, সেরা প্রতিষ্ঠানে সুযোগ পাওয়ার লড়াইয়ে রয়েছেন কারা?
Vinchi Bharati Academy: এই সিরিজে দেখা যাবে মোট ছয়টি পর্ব। সেগুলি হল, ইন্ট্রো, ওরিয়েন্টেশন, অ্যাসাইনমেন্ট, আনকমন রুম, হেলদি কম্পিটিশন, রেজাল্ট।
আসছে 'ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি'
1/10
ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের আগামী ওয়েব সিরিজের নাম ঘোষণা হয়ে গেল। সিরিজের নাম 'ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি'।
2/10
সিরিজের পরিচালনার দায়িত্বে সৌমিত দেব। এমনকী গল্প, চিত্রনাট্য, সংলাপও তাঁরই লেখা। মূলত ব্যঙ্গাত্মক, ডার্ক কমেডি ঘরানার সিরিজ এটি।
3/10
'IIC - Indie Institute of Creativity', যেখানে সুযোগ পেতে প্রতিবছর যে পরীক্ষাটা হয়, সেটিকে বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষা হিসেবে বিবেচনা করা হয়। তার কারণ এখানে পাশের হার মাত্র ০.০০২ শতাংশ।
4/10
Pretentious Parameter, Toxic Talent এবং Negligible Knowledge এই তিনটি বিষয়ের ওপর হয় পরীক্ষা। সারা দেশ থেকে প্রতিবছর দশ লক্ষের বেশী ছাত্রছাত্রী IIC পরীক্ষায় বসে।
5/10
প্রতিষ্ঠানে সিট মোটে ১৯৮৪টি। এই প্রবেশিকা পরীক্ষায় পড়ুয়াদের তৈরি করার জন্য সারা দেশে ছড়িয়ে রয়েছে প্রচুর প্রতিষ্ঠান।
6/10
কিন্তু তাদের মধ্যে সবথেকে প্রতিষ্ঠিত রেসিডেনশিয়াল কোচিং সেন্টারটি হলো ‘ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি’।
7/10
এই গল্প শুরু হয় যখন স্ট্যান্ড-আপ কমেডিয়ান শিলাদিত্যকে নিয়ে। তার বাবা, IIC পরীক্ষার জন্যে তৈরি হতে তাকে 'ভিঞ্চি ভারতী অ্যাকাডেমি'তে ভর্তি করতে নিয়ে আসেন।
8/10
এই সিরিজে দেখা যাবে মোট ছয়টি পর্ব। সেগুলি হল, 'ইন্ট্রো', 'ওরিয়েন্টেশন', 'অ্যাসাইনমেন্ট', 'আনকমন রুম', 'হেলদি কম্পিটিশন', 'রেজাল্ট'।
9/10
অভিনয়ে দেখা যাবে অর্ণ মুখোপাধ্যায়, শাঁওলি চট্টোপাধ্যায়, শ্রেয়া ভট্টাচার্য, সবুজ বর্ধন, আভেরী সিংহ রায়, শিলাদিত্য চট্টোপাধ্যায়, পলাশ হককে।
10/10
রয়েছেন, দেবরাজ ভট্টাচার্য, দুর্বার শর্মা, অনুজয় চট্টোপাধ্যায়, শাশ্বতী সিনহা, সাগ্নিক বসু, পার্থপ্রতিম বন্দ্যোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, সৌমিক মৈত্র।
Published at : 13 Sep 2022 12:44 PM (IST)