Viral News: আম্বানিদের স্কুলে ভিড় তারকাসন্তানদের, ফি শুনলে ভিরমি খাবেন যে কেউ
একটি স্কুলের বার্ষিক অনুষ্ঠান ঘিরে এত শোরগোলের কী আছে, প্রশ্ন তুলছিলেন অনেকে। কিন্তু মুম্বইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান ঘিরে হইচইয়ের কারণ বুঝতে সময় লাগেনি বেশি। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনায়ানগরীর বুকে ঝাঁ চকচকে স্কুল আম্বানিদের। আম জনতার ঢোকার সাধ্যই নেই সেখানে। কোটিপতি, তারকাসন্তানরাই ওই স্কুলে পড়ার সুযোগ পান। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
করিনা কপূর-সইফ আলি খানের ছেলে তৈমুর, শাহিদ কপূরের মেয়ে মিশা ও ছেলে জেন, কর্ণ জোহরের দুই সন্তান-রুহি ও যশ, ঐশ্বর্যা রাই-অভিষেক বচ্চনের মেয়ে আরাধ্যা, শাহরুখ খানের ছেলে অ্যাব্রাম ওই স্কুলে পড়ে। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
বার্ষিক অনুষ্ঠানে নাচ-গান, নাটকে অংশ নিয়েছিল তারকা-সন্তানরা। তাদের সেই ছবি-ভিডিও ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
একই সঙ্গে ওই স্কুলের ছেলেমেয়েকে পাঠানোর খরচ-খরচা নিয়েও কৌতূহল দেখা দেয়। সাধারণ মধ্যবিত্ত এমনকি উচ্চবিত্তদের সামর্থ্যের মধ্যে কিনা স্কুলটি, ওঠে প্রশ্ন, এই কৌতূহল যদিও অমূলক নয় একেবারেই। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
কিন্তু চারপাশের অনেক কিছুর মতোই, ধীরুভাই আম্বানি স্কুল সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। সেখানে ছেলেমেয়েকে পড়ানোর খরচের কথা কল্পনাও করতে পারি না আমরা। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
আম্বানিদের ওই স্কুলে পঠনপাঠনের মান আন্তর্জাতিক স্তরের। স্কুলের মাসিক ফি শুরু ১ লক্ষ ২০ হাজার টাকা থেকে। লোয়ার কেজি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত মাসে ১ লক্ষ ৭০ হাজার টাকা ফি গুনতে হয়। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
অষ্টম থেকে দশম শ্রেণি পর্যন্ত মাসিক ফি ৪ লক্ষ ৪৮ হাজার টাকা। একাদশ থেকে দ্বাদশ পর্যন্ত মাসে ৯ লক্ষ ৬৫ হাজার টাকা করে গুনতে হয় ফি। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
করিনা কপূরের ছেলে তৈমুরের কথাই যদি ধরা হয়, মাসে ১ লক্ষ ৭০ হাজার টাকা গুনতে হয় তার মা-বাবাকে। অর্থাৎ বছরে তৈমুরের স্কুলের ফি-ই শুধু ২০ লক্ষ ৪০ হাজার টাকা। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
দেশের একাধিক জায়গায় ওই টাকায় আস্ত একটি ফ্ল্যাট কেনা সম্ভব আজও। তাই তারকাসন্তানদের মতো নামী স্কুলে পড়ার সুযোগ পায় না সাধারণ পরিবারের ছেলেমেয়ে। ছবি: ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -