IPL Auction : আইপিএলে মরশুমে ভিত্তিতে সবথেকে বেশি নিলাম-দর কোন ক্রিকেটারদের ?
আইপিএলের প্রথম নিলামে (২০০৮) সর্বোচ্চ দর পেয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। মুম্বই ইন্ডিয়ান্সকে টপকে ৯.৫ কোটিতে তাঁকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। যারপর থেকে সিএসকে-র সঙ্গে কার্যত অবিচ্ছেদ্যভাবে জুড়ে গিয়েছে মাহির নাম। থালার নেতৃত্বে পাঁচবার আইপিএল ও দু'বার চ্যাম্পিয়ন্স লিগ টি ২০ জিতেছে চেন্নাই সুপার কিংস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০৯-র নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore) ইংল্যান্ডের ব্যাটার কেভিন পিটারসনকে দলে নিয়েছিল ৯.৪ কোটি টাকায়। একই টাকায় ইংল্যান্ডের অল রাউন্ডার অ্যান্ড্র ফ্লিনটফকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস।
২০১০ সালের নিলামে নিউজিল্যান্ডের পেসার শেন বন্ডকে দলে নিতে ৪.৮ কোটি টাকা খরচ করেছিল কলকাতা নাইট রাইডার্স। যে মূল্য ছিল সেবারের নিলামে সর্বোচ্চ দর। সেই বছর একই রেকর্ড মূল্যে কায়রন পোলার্ডকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। এমআইয়ের পাঁচবার আইপিএল খেতাব জয়ের অন্যতম কারিগর হয়ে ওঠেছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার।
গৌতম গম্ভীরকে দলে পেতে ২০১১ সালে অলআউট ঝাঁপিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। ১৪.৯০ কোটি টাকায় গোতিকে দলে নেওয়ার তাঁর কাঁধে অধিনায়কের দায়িত্বও তুলে নিয়েছিল কেকেআর। কলকাতা ফ্র্যাঞ্চাইজি দু'বার আইপিএল জেতানো গম্ভীর ২০২৪ আইপিএল-র আগে দলে ফিরেছেন মেন্টর হিসেবে।
২০১২-র নিলামে তৎকালীন ফ্র্যাঞ্চাইজি ডেকান চার্জাসকে টেক্কা দিয়ে রবীন্দ্র জাদেজাকে ১২.৮০ কোটি টাকায় দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস। সিএসকে-র আইপিএল সাফল্যের অন্যতম কারিগর জাড্ডু।
২০১৩-র আইপিএল নিলামে অস্ট্রেলিয়ার ব্যাটিং অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলকে ৬.৩০ কোটি টাকায় দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও সেবারের নিলামে সর্বাধিক দর পেলেও মাত্র ৩ ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।
২০১৪ আইপিএলের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সর্বাধিক ১৪ কোটি টাকায় দলে নিয়েছিল যুবরাজ সিংহের। ২০১৫-র পরের আইপিএল নিলামেই আরসিবি থেকে ১৬ কোটি টাকায় যুবিকে ছিনিয়ে নিয়েছিল দিল্লি ফ্র্যাঞ্চাইজি। (তৎকালীন দিল্লি ডেয়ারডেভিলস)
অজি অলরাউন্ডার শেন ওয়াটসনকে ৯.৫ কোটি টাকায় ২০১৬ নিলামে সর্বাধিক ৯. ৫ কোটি টাকায় দলে নিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সেই আইপিএলে ব্যাটে-বলে আরসিবি-র হয়ে দারুণ পারফরম্যান্স মেলে ধরেছিলেন ওয়াটসন।
২০১৭-র নিলামে তৎকালীন আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাইজিং পুণে সুপারজায়ান্টস ১৪.৫ কোটি টাকার সর্বাধিক দরে নিলামে কিনেছিল ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে। ঠিক তার পরের নিলামে দু'বছরের নির্বাসন কাটিয়ে নিলামে ফিরে চোখধাঁধানো ১৪.৫ কোটি টাকায় বেন স্টোকসকে দলে তুলে নিয়েছিল রাজস্থান রয়্যালস।
ভারতীয় পেসার জয়দেব উনাদকাতকে দলে পেতে ৮.৪ কোটি টাকা খরচ করেছিল রাজস্থান রয়্যালস। এদিকে, বরুণ চক্রবর্তীকে দলে পেতেও একই অর্থ খরচ করেছিল তৎকালীন কিংস ইলেভেন পাঞ্জাব। যা ছিল ২০১৯ নিলামের সর্বোচ্চ।
অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে দলে পেতে ২০২০-র নিলামে ১৫.৫০ কোটি টাকা খরচ করেছিল কলকাতা নাইট রাইডার্স। যা ছিল সেবারের নিলামে সর্বাধিক।
২০২১-র নিলামে দক্ষিণ আফ্রিকার বোলিং অলরাউন্ডার ক্রিস মরিসকে দলে পেতে ১৬.৫০ কোটি খরচ করেছিল রাজস্থান রয়্যালস। যদিও সেবার তেমন ভাল পারফর্ম করতে পারেননি প্রোটিয়া ক্রিকেটারটি।
২০২২ সালের নিলামে ইশান কিষাণকে দলে নিতে সেবারের সর্বাধিক ১৫.২৫ কোটি টাকা খরচ করেছিল মুম্বই ইন্ডিয়ান্স।
গত আইপিএলে রেকর্ড ১৮.৫০ লক্ষ টাকা দর পেয়েছিলেন সাম কারেন (Sam Curran)। যে অর্থে ব্রিটিশ অলরাউন্ডারকে দলে নিয়েছিল পাঞ্জাব কিংস (Punjab Kings)।
আইপিএলের নিলাম ইতিহাসে এখনও পর্যন্ত সর্বোচ্চ দর পেলেন মিচেল স্টার্ক। কলকাতা নাইট রাইডার্স অজি পেসারকে দলে নিতে খরচ করল চোখ ধাঁধানো ২৪.২৫ কোটি। এবারের নিলামেই আইপিএলের নিলাম ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক দরও উঠেছে। প্যাট কামিন্সকে ২০.৫০ লক্ষ টাকায় দলে নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -