Soumya-Sandipta Marriage: রাজকীয় বিয়ের আসরে হল না কন্যাদান, সৌম্য-সন্দীপ্তার বিয়ের খুঁটিনাটি
প্রথমে আইনি ও তার পরে বৈদিক মতে বিয়ে। সাত পাকে বাঁধা পড়লেন অভিনেত্রী সন্দীপ্তা সেন ও সৌম্য মুখোপাধ্যায়। রাজকীয় সেই বিয়ের আসরে হল কী কী?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুধে আলতা রঙের বেনারসীতে সেজেছিলেন সন্দীপ্তা, অন্যদিকে সৌম্য মুখোপাধ্যায়ের সাজেও ছিল এই ফুশিয়া রঙেরই ছোঁয়া।
সৌম্য ও সন্দীপ্তার বিয়ে দিয়েছেন নন্দিনী ভৌমিক। বৈদিক মতে বিয়ে তাই হয়নি কোনও কন্যাদান।
বিয়ের আসরে এদিন নজর কেড়েছিল সন্দীপ্তার হেডসেট বা মাথাপট্টি। হৃদয়ের আকারের এই গয়না ছিল বেশ অন্যরকম।
সকাল থেকেই আকাশের মুখ ভার, তাই সন্দীপ্তাকে বিয়ের ভ্যেনুতেও কিছু বদল করতে হয়েছিল। তবে ভাটা পড়েনি আনন্দে।
সৌম্য-সন্দীপ্তার বিয়ের আসরে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অনির্বাণ ভট্টাচার্য্য, আবির চট্টোপাধ্যায় ও অন্যান্যরা।
হাতে শাঁখা-পলায় একেবারে বদলে গিয়েছিল সন্দীপ্তার লুক। হাতের মেহেন্দিও খুব সাদামাটা রেখেছিলেন তিনি।
আগেই তিনি জানিয়েছিলেন, হালকা অথচ অন্যধরণের সাজ সাজতে চান তিনি। আর তাই, চিরাচরিত লাল না বেছে সন্দীপ্তা বেছে নিয়েছিলেন গোলাপি বেনারসি।
খন বিয়েতে প্যাস্টেল শেড পরার চল হয়েছে। মূলত এই প্রচলন বলিউড থেকে এসেছে। নিজের বাগদানেও প্যাস্টেল শেডের লেহঙ্গায় সেজেছিলেন সন্দীপ্তা। আর তাই অনেকে মনে করেছিলেন বিয়ের বেনারসিতেও থাকবে সেই প্যাস্টেল শেডই। তবে সন্দীপ্তার এদিনের গোলাপি বেনারসি ছিল নজরকাড়া। তাঁর মাথায় রয়েছে শোলার মুকুট, সেই সঙ্গে সাবেকি টায়রা বেশ আভিজাত্য এনেছে তাঁর লুকে। গায়ে হালকা সোনার গয়না আর মুখে সেই মিষ্টি হাসি।
সৌম্য মুখোপাধ্যায় বিয়ের জন্য কনের বেনারসির সঙ্গে মিলিয়ে বেছে নিয়েছিলেন হালকা গোলাপি রঙের ভারি কাজের শেরওয়ানি। থিমের সঙ্গে মিলিয়েই বর-কনে পছন্দ করেছিলেন মুক্তো গাঁথা হালকা গোলাপি গোলাপের মালা। সব মিলিয়ে সন্দীপ্তা-সৌম্যর বিয়ের সাজ যেন মন জুড়িয়ে দিল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -