Sini Shetty: সৌন্দর্য্যের পাশাপাশি পড়াশোনাতেও মেধাবী, ভরতনাট্যম শিল্পী, চেনেন এই শিনি শেট্টিকে?
Sini Shetty News: শিনির আদি বাড়ি কর্ণাটকে হলেও মুম্বইতের তাঁর জন্ম ও বেড়ে ওঠা। এর আগেও একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন শিনি, জিতে নিয়েছেন খেতাবও
বিশ্বসুন্দরীর খেতাব হাতছাড়া কিন্তু একাধিক বিষয়ে পারদর্শী তিনি, কে এই শিনি শেট্টি?
1/10
বিশ্বসুন্দরীর খেতাব হাতছাড়া হয়েছে তাঁর। তবে দেশের মানুষের মুখে মুখে এখন ফিরছে তাঁর নাম। শিনি শেট্টি (Sini Shetty)।
2/10
৭১তম 'মিস ইন্ডিয়া' এইবছর আয়োজিত হত মুম্বইতে। শিনি ২০২২ সালে মিস ইন্ডিয়ার খেতাব জিতেছিলেন। শিনি কর্ণাটকের মেয়ে।
3/10
এই বছর বিশ্বসুন্দরীর খেতাব হাতছাড়া হলেও, শিনি সাফল্য পেয়েছেন, মুগ্ধ করেছেন বারে বারে।
4/10
শিনির আদি বাড়ি কর্ণাটকে হলেও মুম্বইতের তাঁর জন্ম ও বেড়ে ওঠা। এর আগেও একাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন শিনি, জিতে নিয়েছেন খেতাবও
5/10
কেবল সৌন্দর্য্যের প্রতিযোগিতা নয়, শিনি বিভিন্ন ক্ষেত্রেই তাক লাগিয়ে দিতে পারেন। অ্যাকাউন্টস এবং ফিন্যান্সে স্নাতক হয়েছেন শিনি
6/10
বর্তমানে শিনি একজন চার্টার্ড ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট। এখানেই শেষ নয়, শিনি একজন খুব ভাল ভরতনাট্যম শিল্পীও।
7/10
১৮ থেকে ২৫ বছরের মধ্যের নারীরা অংশগ্রহণ করতে পারেন এই প্রতিযোগিতায়। তবে তাঁকে পূরণ করতে হবে বেশ কিছু শর্ত।
8/10
শিনি বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় সেরা চার পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন। এই বছর বিশ্বসুন্দরীর খেতাব উঠেছে Krystyna Pyszková-র মাথায়। তবে শিনির পোশাক, ব্যবহার সবই মনজয় করে নিয়েছে ভারতীয়দের।
9/10
প্রতিযোগিতার একদিন শিনি পরেছিলেন একটি হালকা গোলাপি ভরাট কাজের লেহঙ্গা। সঙ্গে ছিল ভরাট নেকলেস, টিকলি সহ ভারতীয় গয়না। শিনির লেহঙ্গায় ভরাট কাজ নজর কাড়ছিল। এছাড়াও প্রতিযোগীতার আরেকদিন শিনি পরেছিলেন সাদা একটি সিক্যুইল গাউন। ভারতের হয়ে প্রতিনিধিত্ব করা এই শিনির দিকেই তাকিয়েছিল গোটা ভারত। ২২ বছরের এই শিল্পী দেশের জন্য খেতাব না আনতে পারলেও, মুখে মুখে ফিরতে তাঁর নাম।
10/10
যেহেতু এত বছর পরে ভারতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, জুরিদের মধ্যেও অনেকেই ভারতীয় রয়েছেন তাই শিনির ওপর প্রত্যাশা ছিল কিছু বেশিই। এই বছর বিচারক জুরিদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মানুসী চিল্লার (Manushi Chillar) ও পূজা হেগড়ে।
Published at : 10 Mar 2024 02:57 PM (IST)