'Sathi' Movie Unknown Facts: বক্স অফিসে কত টাকার ব্যবসা করে 'সাথী', জানুন এই ছবির চমক দেওয়া নানা তথ্য
২০০২ সালে আজকের দিনেই মুক্তি পেয়েছিল সুপারহিট টলিউড ছবি 'সাথী'। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেন জিৎ এবং প্রিয়ঙ্কা ত্রিবেদী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'সাথী' ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যায়, রঞ্জিত মল্লিক, অনামিকা সাহা, কাঞ্চন মল্লিক, রাজেশ শর্মা, সাগ্নিক চট্টোপাধ্যায় এবং আরও অনেককে। পরিচালক হরনাথ চক্রবর্তীর এই ছবি বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়।
বাংলা ছবির দর্শকেরা যখন নতুন মুখ খুঁজছেন, তখনই পরিচালক হরনাথ চক্রবর্তীর হাত ধরে আত্মপ্রকাশ হয় জিতের। আর প্রথম ছবিতেই ছক্কা হাঁকান তিনি।
'সাথী' ছবিটি শুধু দর্শকদেরই অত্যন্ত পছন্দের নয়। সমালোচকদের কাছ থেকেও প্রশংসা অর্জন করে নেয়।
বক্স অফিসে দারুণ সাফল্য পায় এই ছবি। জানা যায়, সবথেকে বেশি ব্যবসা করা বাংলা ছবির মধ্যে অন্যতম 'সাথী'।
যে সময়ে 'সাথী' মুক্তি পায়, সে সময়ে বাংলা ছবির বক্স অফিস কালেকশন সেভাবে প্রকাশ্যে আসত না। তবে, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, ২০০২ সালে মুক্তি পাওয়া 'সাথী' বক্স অফিসে প্রায় ১০ কোটি টাকার মতো ব্যবসা করেছিল।
আজ 'সাথী' ছবির ২০ বছর পূর্তিতে আবেগপ্রবণ ছবির অভিনেতাদের থেকে নির্মাতারা। সোশ্যাল মিডিয়ায় তাঁরা বিশেষ পোস্ট করে অনুভূতি প্রকাশ করেছেন।
ই ছবির গল্প থেকে ছবির তারকারা, সকলেই বিপুল জনপ্রিয়তা পান। বাংলা ছবির দর্শক নতুন এক জুটিকে পায়। জিৎ-প্রিয়ঙ্কা জুটি দর্শকের কাছে দারুণ জনপ্রিয় হয়ে ওঠে।
'সাথী' ছবির গান আজও মুখে মুখে ফেরে দর্শকদের। 'ও বন্ধু তুমি শুনতে কি পাও' থেকে 'বলব তোমায় আজকে আমি'। কিংবা 'এই ভালোবাসা তোমাকেই পেতে চায়' আজও বাজতে শোনা যায় বিভিন্ন জায়গায়।
আজ 'সাথী' ছবির ২০ বছর পূর্তির সঙ্গে সঙ্গে টলিউডে ২০ বছর পূরণ করে ফেললেন জিৎ। তাই তাঁর কেরিয়ারে এই ছবি চিরকাল স্পেশাল হয়ে থেকে যাবে। এই কথা তিনি নিজেও লিখেছেন সোশ্যাল মিডিয়ায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -