Nusrat Jahan Controversy: যশ-নিখিলের সঙ্গে সম্পর্ক, একা মা হওয়া, বার বার বিতর্কে নুসরত

যশ-নিখিলের সঙ্গে সম্পর্ক, একা মা হওয়া, বার বার বিতর্কে নুসরত

1/10
নুসরত জাহান। চর্চার কেন্দ্রবিন্দু তিনি। নতুন মা নুসরত কিন্তু সমস্ত বিতর্ক সরিয়ে উপভোগ করছেন সদ্য মাতৃত্ব।
2/10
তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন বর্তমান তৃণমূল সাংসদ। ২০১২ সালে পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডে নাম জড়িয়েছিল নুসরত জাহানের।
3/10
অভিযোগ ছিল, ২০১২ সালে ঘটে যাওয়া পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডে প্রধান অভিযুক্ত কাদের খানের সঙ্গে সম্পর্ক ছিল নুসরত জাহানের। অভিযোগ, কাদেরকে পালাতে সাহায্য করেছিলেন নুসরত। যদিও পুলিশের কাছে একাধিকবার নায়িকা জানিয়েছিলেন, এবিষয়ে তিনি কিছুই জানেন না।
4/10
এরপর ২০১৯ সালে বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন নুসরত। তুরস্কের বোদরুমে বসেছিল নুসরত নিখিলের রাজকীয় বিয়ের আসর। হিন্দু মতে বিয়ে হয় অভিনেত্রীর।
5/10
নিখিলের সঙ্গে বিবাহ হলেও ধর্ম পরিবর্তন করেননি নুসরত। কিন্তু বিয়ের পর একাধিকবার শাঁখা-পলা-সিঁদুরে হিন্দু বধূবেশে দেখা গিয়েছিল নুসরতকে। পোশাক নিয়ে তিনি মৌলবীদের কটাক্ষের শিকারও হয়েছিলেন। এমনকি দুর্গার বেশে ফটোশ্যুটের জন্য হুমকিও দেওয়া হয়েছিল তাঁকে।
6/10
নুসরত সেসময় বলেছিলেন, কোনও ধর্ম মানুষকে তাঁর পোশাক বা সিঁদুর, শাঁখা পরার কথা বলে দিতে পারে না। তিনি কী পরবেন সেটা একমাত্র তাঁর ব্যক্তিগত পছন্দের ব্যাপার। একদিকে যেমন পরিবারের সঙ্গে মিলে রোজা রেখেছেন নুসরত, আবার নিখিলের সঙ্গে সিঁদুর খেলেছেন, রথের দড়িতে টানও দিয়েছেন সুন্দরী নায়িকা।
7/10
২০২০ সালে 'এসওএস কলকাতা'-র শ্যুটিং-এর সময় থেকেই দূরত্ব বাড়তে থাকে নিখিল ও নুসরতের মধ্যে। যশ দাশগুপ্তের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় তাঁর। যদিও এর আগে একাধিকবার একসঙ্গে অভিনয় করেছেন যশ-নুসরত। আজমের শরিফে একসঙ্গে যশ নুসরতের ছবি ছড়িয়ে পড়ার পর থেকেই ছড়িয়ে পড়ে গুঞ্জন।
8/10
গুঞ্জনের মধ্যেই একের পর এক বিস্ফোরণ। নুসরতের বিরুদ্ধে বিবাহ বিচ্ছেদের মামলা করেন নিখিল। জানিয়ে দেন, বেশ কিছু মাস ধরেই একসঙ্গে থাকছেন না তাঁরা। অন্যদিকে বিবৃতি জারি করে নুসরত জানান, নিখিলের সঙ্গে আইনি বিবাহ হয়নি তাঁর। একে অপরের সঙ্গে কিছুদিন সহবাস করেছেন কেবল তাঁরা।
9/10
ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই ছড়ায় অন্য আরেক গুঞ্জন। অন্তঃস্বত্তা অভিনেত্রী নুসরত জাহান। প্রথমে এই খবর গোপন করলেও, পরবর্তীকালে নিজেই অনুরাগীদের সঙ্গে একাধিকবার বেবি বাম্পের ছবি ভাগ করে নেন অভিনেত্রী।
10/10
গত বৃহস্পতিবার, ২৬ অগাস্ট কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন নুসরত জাহান। সবসময় তাঁর পাশে ছিলেন যশ দাশগুপ্ত। নুসরতের গোটা মাতৃত্বের সফরেই তাঁকে আগলে রেখেছিলেন যশ। আপাতত হাসপাতালে নতুন মা ও সদ্যোজাতের সঙ্গেই রয়েছেন তিনি। একরত্তির নাম ঈশান রেখেছেন নুসরত। নায়িকা চান, পিতৃপরিচয় নয়, আপাতত ঈশান বড় হোক মাতৃপরিচয়েই।
Sponsored Links by Taboola