Koel Mallick: এই ছবি করতে গিয়ে হাতে চোট, শেষ হল কোয়েলের 'মিতিন মাসি'-র শ্যুটিং
অসুস্থতা, আঘাত.. একাধিক প্রতিকূলতা পেরিয়ে অবশেষে শেষ হল অরিন্দম শীলের (Arindam Sil) নতুন ছবি 'একটি খুনির সন্ধানে মিতিন'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন কোয়েল মল্লিক (Koel Mallick)। ছবির নামভূমিকায়, মিতিনের চরিত্রে দেখা যাবে তাঁকেই। সদ্য প্রকাশ্যে এসেছে তাঁর লুকও।
গত ৩১ মার্চ 'একটি খুনির সন্ধানে মিতিন-এর শ্যুটিং করতে গিয়ে আহত হয়েছিলেন কোয়েল মল্লিক। হাতে চোট লেগেছিল তাঁর।
চোট সারিয়ে ফেল শ্যুটিং ফ্লোরে ফিরলেন মিতিন মাসি। আজ শেষ হল ছবির শ্যুটিং।
সোশ্যাল মিডিয়ায় গোটা টিমের বেশ কয়েকটি ছবি পোস্ট করে নিয়েছেন পরিচালক অরিন্দম শীল। সেখানেই তিনি লিখেছেন শ্যুটিং শেষ হওয়ার কথা।
এর আগেও মিতিন মাসিকে নিয়ে একাধিক ছবির শ্যুটিং করেছেন অরিন্দম শীল। ২০২৩ সালের পুজোয় মুক্তি পেয়েছিল 'জঙ্গলে মিতিন'।
আর এবার মিতিন মাসির গল্প 'একটি খুনির সন্ধানে মিতিন'। এই ছবিতে থাকবে একাধিক অ্যাকশন সিয়োকেন্সও।
শোনা গিয়েছে, সেই অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়েই হাতের আলনা বোন ভেঙেছিল কোয়েলের। হাতে ব্যান্ডেজ করে দীর্ঘদিন বাড়িতেই ছিলেন কোয়েল। বিশ্রাম নিয়ে তিনি ফের ফিরেছেন ফ্লোরে।
পরিচালক সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে জানিয়েছেন, আজই ভোর ৪টে নাগাদ মিতিন মাসির শ্যুটিং শেষ হয়েছে আর তারপরেই তোলা এই ছবিগুলি। এদিনকার শ্যুটিংয়ে হাজির ছিল গোটা টিমই।
এই ছবিতে আবারও মুখ্য ভূমিকায় অর্থাৎ মিতিন মাসির চরিত্রে দেখা যাবে কোয়েল মল্লিককে। সঙ্গে শুভ্রজিৎ, গৌরব ও অন্যান্যরা
- - - - - - - - - Advertisement - - - - - - - - -