Aindrila Sharma: কেমন আছেন ঐন্দ্রিলা ? আরোগ্য কামনায় অভিনেত্রীর বন্ধু-সহ অনুরাগীরা

Aindrila Sharma Health update: শহর জুড়ে শুধু একটাই প্রার্থনা, জিতে যাক ঐন্দ্রিলা। ইচ্ছাশক্তির যে জয় হয়, আগেও দেখেছে সারা দেশ। কারণ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে ফের রাখা হয়েছে ভেন্টিলেশনে।

কেমন আছেন ঐন্দ্রিলা ? আরোগ্য কামনায় অভিনেত্রীর বন্ধু-সহ অনুরাগীরা

1/10
শহর জুড়ে শুধু একটাই প্রার্থনা, জিতে যাক ঐন্দ্রিলা। ইচ্ছাশক্তির যে জয় হয়, আগেও দেখেছে সারা দেশ। কারণ অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মাকে ফের রাখা হয়েছে ভেন্টিলেশনে।
2/10
তবে সশরীরে না থাকতে পারলেও মনে মনে, প্রার্থনার মাধ্যমে গোটা টলিউড, টেলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই রয়েছেন অভিনেত্রীর সঙ্গে, তাঁর পাশে, তাঁর লড়াইয়ে। গত সপ্তাহে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন অভিনেত্রী। সকলের মনেই আশা জাগছিল। কিন্তু ফের অবস্থার অবনতি।
3/10
প্রায় ২ সপ্তাহ পার। হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। আচমকাই স্ট্রোক হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সেই থেকে লড়াই চলছে।
4/10
পাশে রয়েছেন প্রেমিক ও অভিনেতা সব্যসাচী চৌধুরী। অবশ্যই রয়েছে পরিবার। তবে সশরীরে না থাকতে পারলেও মনে মনে, প্রার্থনার মাধ্যমে গোটা টলিউড, টেলিউড থেকে শুরু করে সাধারণ মানুষ, সকলেই রয়েছেন অভিনেত্রীর সঙ্গে, তাঁর পাশে, তাঁর লড়াইয়ে।
5/10
গত সপ্তাহে চিকিৎসায় সাড়া দিচ্ছিলেন অভিনেত্রী। সকলের মনেই আশা জাগছিল। কিন্তু ফের অবস্থার অবনতি। গতপরশু সকাল ১০টা নাগাদ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। তাঁর শরীরে এর আগে থেকেই বিভিন্ন জটিলতা রয়েছে।
6/10
রক্তচাপ বিপজ্জনকভাবে ওঠানামা করছে। সেই সময়ে পরিস্থিতি সামাল দেওয়া গেলেও ফের তাঁকে ভেন্টিলেশনে রাখতে হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, নতুন করে ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থার কোনওরকম উন্নতি কিংবা অবনতি হয়নি।
7/10
গতপরশু-র মতোই তাঁর ভেন্টিলেটর নির্ভরতা একইরকম রয়েছে। মস্তিষ্কে নতুন করে রক্ত জমাট বাঁধা ও সংক্রমণ ঠেকাতে ওষুধ চলছে। চিকিৎসকরা সারাক্ষণ সতর্ক রয়েছেন। চিকিৎসকেরা তাঁদের চেষ্টা চালিয়ে চলেছেন।
8/10
সকলের বিশ্বাস টলিউডের 'লড়াকু' ঐন্দ্রিলা এবারেও রোগকে হারিয়ে ফিরে আসবে সুস্থ হয়ে। এখন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, সকলেরই প্রার্থনা করা ছাড়া কোনও উপায় বিশেষ নেই।
9/10
চিকিৎসকেরা তাঁদের চেষ্টা চালিয়ে চলেছেন। সকলের বিশ্বাস টলিউডের 'লড়াকু' ঐন্দ্রিলা এবারেও রোগকে হারিয়ে ফিরে আসবে সুস্থ হয়ে। এখন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকা, সকলেরই প্রার্থনা করা ছাড়া কোনও উপায় বিশেষ নেই।
10/10
গত কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় আরোগ্য কামনার পোস্টের ছড়াছড়ি। তবে গতকালের খবর প্রকাশ্যে আসতেই যেন সকলের মনে প্রার্থনার জোর আরও খানিক বেড়ে গেছে। পরমব্রত চট্টোপাধ্যায়, বিদীপ্তা চক্রবর্তী, অনিন্দ্য চট্টোপাধ্যায়ের পাশাপাশি ঋতুপর্ণা সেনগুপ্ত, অরিন্দম শীল, ছোটপর্দার অভিনেতা দেবপ্রতিম দাশগুপ্ত, গায়িকা রাজনীতিক অদিতি মুন্সী, সকলেই পোস্ট করেছেন।
Sponsored Links by Taboola