'Dunki': শীতের ভোরেও কলকাতায় 'ডাঙ্কি' জ্বর, অনুরাগীরা ভাসলেন শাহরুখ-আবেগে
২০২৩ সালে তৃতীয়বার বড়পর্দায় ফিরলেন শাহরুখ খান। ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ও কিং খান অভিনীত 'ডাঙ্কি'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রত্যেকবারের মতো এবারও সকাল থেকেই শাহরুখ-ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। দেশের একাধিক প্রেক্ষাগৃহে ভোর থেকেই শুরু হয় সেলিব্রেশন।
সেলিব্রেশনে পিছিয়ে ছিল না কলকাতাও। শীতের শহর জেগে ওঠার আগেই ফুল, মালা, প্ল্যাকার্ড, স্ট্যান্ডি ও মনে একরাশ উত্তেজনা নিয়ে একাধিক প্রেক্ষাগৃহে ভিড় জমান কিং খান অনুরাগীরা।
দক্ষিণ কলকাতার 'অশোকা' সিনেমা হল হোক বা মধ্য কলকাতার 'মেট্রো আইনক্স'। ভোর থেকেই উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
শাহরুখ খানের বড় বড় পোস্টারে পরানো হল মালা, দুধ ঢেলে, নারকেল ফাটিয়ে হল প্রথম দিনের প্রথম শোয়ের 'শুভ সূচনা'।
অনুরাগীদের পরনে ছিল 'ডাঙ্কি' স্পেশাল টি-শার্ট। কোথাও আবার ছবির বিষয়ের সঙ্গে মিল রেখে টিকিটের বদলে হাজির হল প্লেনের বোর্ডিং পাস।
এবারেও 'ফার্স্ট ডে ফার্স্ট শো' পরিণত হল উৎসবে। কেক কেটে বছর শেষে কিং খানের উদযাপন হল দিকে দিকে।
রাজকুমার হিরানির সঙ্গে এই প্রথম সিনেমা করলেন শাহরুখ খান। তবে একাধিক রিভিউ অনুযায়ী, এই ছবি তেমন ছাপ ফেলতে পারেনি দর্শকের মনে।
বক্স অফিস ফেরৎ রিপোর্ট বলছে 'ডাঙ্কি' দেখতে প্রথম দিনে প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি ভিড় জমিয়েছিলেন কলকাতাবাসীই। প্রথম দিনে ৩০ কোটি টাকা আয় করেছে 'ডাঙ্কি'।
এই বছরে শাহরুখের অপর দুই ছবি 'পাঠান' ও 'জওয়ান'-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে টেক্কা দিতে পারেনি 'ডাঙ্কি'। সমীক্ষা বলছে 'ডাঙ্কি'কে পিছনে ফেলবে প্রভাসের 'সালার'ও।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -