'Dunki': শীতের ভোরেও কলকাতায় 'ডাঙ্কি' জ্বর, অনুরাগীরা ভাসলেন শাহরুখ-আবেগে
Dunki FDFS: শাহরুখ খানের ডাঙ্কি মুক্তি পেয়েছে একটি কর্মদিবসে। ছুটি শুরু হতে এখনও দিন তিন বাকি। সেই অনুযায়ী, এমনিতে প্রথম দিনের আয় খুব খারাপ নয় ডাঙ্কির। তবুও হল না রেকর্ড।
'ডাঙ্কি'
1/10
২০২৩ সালে তৃতীয়বার বড়পর্দায় ফিরলেন শাহরুখ খান। ২১ ডিসেম্বর মুক্তি পেয়েছে রাজকুমার হিরানি পরিচালিত ও কিং খান অভিনীত 'ডাঙ্কি'।
2/10
প্রত্যেকবারের মতো এবারও সকাল থেকেই শাহরুখ-ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। দেশের একাধিক প্রেক্ষাগৃহে ভোর থেকেই শুরু হয় সেলিব্রেশন।
3/10
সেলিব্রেশনে পিছিয়ে ছিল না কলকাতাও। শীতের শহর জেগে ওঠার আগেই ফুল, মালা, প্ল্যাকার্ড, স্ট্যান্ডি ও মনে একরাশ উত্তেজনা নিয়ে একাধিক প্রেক্ষাগৃহে ভিড় জমান কিং খান অনুরাগীরা।
4/10
দক্ষিণ কলকাতার 'অশোকা' সিনেমা হল হোক বা মধ্য কলকাতার 'মেট্রো আইনক্স'। ভোর থেকেই উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
5/10
শাহরুখ খানের বড় বড় পোস্টারে পরানো হল মালা, দুধ ঢেলে, নারকেল ফাটিয়ে হল প্রথম দিনের প্রথম শোয়ের 'শুভ সূচনা'।
6/10
অনুরাগীদের পরনে ছিল 'ডাঙ্কি' স্পেশাল টি-শার্ট। কোথাও আবার ছবির বিষয়ের সঙ্গে মিল রেখে টিকিটের বদলে হাজির হল প্লেনের বোর্ডিং পাস।
7/10
এবারেও 'ফার্স্ট ডে ফার্স্ট শো' পরিণত হল উৎসবে। কেক কেটে বছর শেষে কিং খানের উদযাপন হল দিকে দিকে।
8/10
রাজকুমার হিরানির সঙ্গে এই প্রথম সিনেমা করলেন শাহরুখ খান। তবে একাধিক রিভিউ অনুযায়ী, এই ছবি তেমন ছাপ ফেলতে পারেনি দর্শকের মনে।
9/10
বক্স অফিস ফেরৎ রিপোর্ট বলছে 'ডাঙ্কি' দেখতে প্রথম দিনে প্রেক্ষাগৃহে সবচেয়ে বেশি ভিড় জমিয়েছিলেন কলকাতাবাসীই। প্রথম দিনে ৩০ কোটি টাকা আয় করেছে 'ডাঙ্কি'।
10/10
এই বছরে শাহরুখের অপর দুই ছবি 'পাঠান' ও 'জওয়ান'-এর প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে টেক্কা দিতে পারেনি 'ডাঙ্কি'। সমীক্ষা বলছে 'ডাঙ্কি'কে পিছনে ফেলবে প্রভাসের 'সালার'ও।
Published at : 22 Dec 2023 02:41 PM (IST)