Rukmini Maitra: ইনস্টায় পরপর ছবি পোস্ট, 'রাতের' রহস্য জিইয়ে কী প্রশ্ন রুক্মিণী-র ?

Rukmini Instagram post: ইনস্টায় রহস্যঘন পোস্ট রুক্মিণী মৈত্র-র । তবে রিয়েলিটি শোয়ে উপস্থিতির রহস্য জিইয়ে এদিন টলিউড ডিভা বলেন, আজ রাতে আমাকে কোথায় পাওয়া যাবে জানেন ? জানেন নিশ্চয় ?

Rukmini Maitra: ইনস্টায় পরপর ছবি পোস্ট, রহস্য জিইয়ে প্রশ্ন রুক্মিণী-র

1/9
ইনস্টায় রহস্যঘন পোস্ট রুক্মিণী মৈত্র-র । তবে রিয়েলিটি শোয়ে উপস্থিতির রহস্য জিইয়ে এদিন প্রশ্ন করলেন টলিউড ডিভা
2/9
' আজ রাতে আমাকে কোথায় পাওয়া যাবে জানেন ? জানেন নিশ্চয় ?' নিজেই প্রশ্ন করে কী উত্তর দিলেন রুক্মিণী মৈত্র ?
3/9
তিনি জানিয়েছেন, স্টার জলসার ডান্স ডান্স জুনিয়ারে তাকে বিচারকের আসনে দেখা মিলবে। এইরিয়েলিটি শোয়ের তৃতীয় ফেজে দেখা যাচ্ছে তাঁকে।
4/9
সঙ্গে রয়েছে দেব। প্রতি শনিবার এবং রবিবার অনুষ্ঠানটি সম্প্রারিত হয়। উল্লেখ্য ডান্স ডান্স জুনিয়রের দায়িত্বে আছেন রোহন ভট্টাচার্য। মেন্টর হিসাবে দেখা গিয়েছে তৃণা সাহা। দীপাণ্বিতা রক্ষিত এবং অভিষেক বসুকে।
5/9
দেব এবং রুক্মিণী-র সঙ্গেই বিচারকের আসনে রয়েছেন মনামী ঘোষও। সম্প্রতি এই রিয়েলিটি শোতে বিচারকের আসনে দেখা যায় সুনীল শেট্টিকেও। কচিকাচাদের সঙ্গে তিনিও ওঠেন মেতে।
6/9
এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে রুক্মিণী বলেছিলেন, নাচ করতে ভালোবাসেন তিনি। ছোটবেলায় নিজেও অনুষ্ঠানে অংশ নিতেন রুক্মিণী।
7/9
কিন্তু তখন অন্যদের তুলনায় অনেকটা বেশি লম্বা হওয়ার জন্য নাকি পিছনের সারিতে জায়গা মিলত তাঁর। বিরক্ত হয়ে নাচ করাই নাকি একবার ছেড়েই দিয়েছিলেন তিনি।
8/9
পরে যদিও বেশি লম্বা হওয়ার জন্যই তা আর্শীবাদ রুপেই ফিরেছে তার জীবনে, বলেছেন অভিনেত্রী।
9/9
২০১৭ সালে দেব-র হাত ধরেই টলিউডে চ্যাম্প ছবির মধ্য দিয়ে সেলুলয়েডে ধরা দেন রুক্মিণী মৈত্র।এরপর ককপিট, কবীর, কিডন্যাপ, একাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন।
Sponsored Links by Taboola