'India Lockdown' Premiere: কলকাতায় 'ইন্ডিয়া লকডাউন' ছবির প্রিমিয়ার, হাজির পরিচালক মধুর ভাণ্ডারকর
সম্প্রতি কলকাতার বুকে হয়ে গেল জনপ্রিয় বলিউড পরিচালক মধুর ভাণ্ডারকরের আগামী ছবি 'ইন্ডিয়া লকডাউন'-এর প্রিমিয়ার। ২ ডিসেম্বর স্ট্রিমিং প্ল্যাটফর্ম 'জি ফাইভ'-এ মুক্তি পাচ্ছে এই ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকোভিড অতিমারী ও দেশের জনগণের ওপর তার প্রভাব নিয়েই এই হিন্দি ফিচার ছবিটি তৈরি করেছেন পরিচালক। চিত্রনাট্য লিখেছেন অমিত যোশী ও আরাধন সাহের।
এদিন কলকাতার প্রিমিয়ারে হাজির হয়েছিলেন বাংলা সিনে জগতের একাধিক চেনা মুখ। ছিলেন পরিচালক নিজেও।
এদিন প্রিমিয়ারে দেখা যায় পল্লবী চট্টোপাধ্যায়, জয়া শীল, টোটা রায়চৌধুরী, অরিন্দম শীল, রূপা গঙ্গোপাধ্যায়, মমতা শঙ্করের মতো তারকারা।
এই ছবিতে অভিনয় করতে দেখা গেছে শ্বেতা বসু প্রসাদ, অহনা কুমরা, প্রতীক বব্বর, সাই তামহাঙ্কার ও প্রকাশ বলেওয়াড়ি। ক্যামিও চরিত্রে রয়েছেন হৃষিতা ভট্ট।
এই ছবিতে সমান্তরাল ভাবে চলতে থাকা চারটি ভিন্ন ধারার গল্প দেখা যাবে। গল্পের সকল চরিত্ররা আচমকা অতিমারীর কারণে কীভাবে জীবনের সঙ্গে যুঝতে শুরু করে সেটাই দেখা যাবে।
শ্বেতা বসু দত্তকে দেখা যাবে এক যৌনকর্মীর চরিত্রে যাঁকে অতিমারীর কারণে অনলাইনে নিজের ব্যবসা শুরু করার পন্থা শিখতে ও অবলম্বন করতে হয়।
অন্যদিকে অহনা কুমরা একজন পাইলটের চরিত্রে রয়েছেন যাঁর অভ্যাস আকাশে উড়তে থাকা। অতিমারীর পর সে প্রথম বুঝতে শুরু করে হঠাৎ ডানা কেটে গেলে কেমন অনুভূতি হয়।
প্রতীক বব্বর ও সাই তামহাঙ্কারকে পরিযায়ী শ্রমিকের চরিত্রে দেখা যাবে। যাদের দিনের পর দিন খাবার জোটে না, উল্টে যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি ফেরাও অনিশ্চিত।
শেষ গল্পে রয়েছেন প্রকাশ বলেওয়াড়ি যিনি বৃদ্ধ এবং মেয়ের থেকে আলাদা অন্য শহরে থাকেন। অতিমারীতে হঠাৎ সব বন্ধ হয়ে যাওয়ায় মেয়ের অত্যন্ত প্রয়োজনীয় সময়ে তার পাশে থাকতে পারেন না।
করোনা মহামারীতে আমরা সকলেই প্রায় এমন কোনও না কোনও পরিস্থিতির সম্মুখীন হয়েছি বা হতে দেখেছি। জীবনের সেই অংশই উঠে আসবে 'ইন্ডিয়া লকডাউন' ছবিতে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -